সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাট সাড়ে দশটা নাগাদ ঢাকার মহাখালির ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৭১ বছর।
জানা যাচ্ছে, কিডনির সমস্যা, ডায়াবিটিস-সব নানা সমস্যায় বহুদিন ধরে অসুস্থ ছিলেন। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখ হয়েছিল তবে শেষ রক্ষা হল না।