রেললাইনে পড়ে গেল ছোট শিশু, প্রাণ বাঁচাল রেলকর্মী

রেলকর্মী

মুম্বই শাখায় মধ্য রেললাইনে পা ফসকে পড়ে গেল শিশু, নিজের প্রাণের কথা না ভেবে ছুটে এসে ছোট শিশুটিকে বাঁচালেন এক রেলকর্মী। আজ নেট দুনিয়ায় তার সাহসিকতার জন্য তাকে দেবদূত হিসাবে প্রশংসিত করেছে।

শনিবার মুম্বইয়ের ভাঙানি রেলস্টেশনে একটি ফাঁকা প্ল্যাটফর্মে এক মহিলার হাত ধরে হাঁটছিল এক ছোট শিশু। আচমকাই মহিলার হাত ছেড়ে দৌড়াতে গিয়ে রেললাইনে ছিটকে পড়ে যায় শিশু। তখন লাইনে ঢুকে পড়েছিল ট্রেন। মহিলাটি চিৎকার শুরু করে দেয়। নজরে আসে সেখানকার এক রেলকর্মীর। নাম ময়ূর শেলখে।

ময়ূর শেলখে শিশুটিকে দেখেই দেবদূতের মতো ছুটে এসে বাচ্চাটিকে লাইন থেকে প্ল্যাটফর্মে তুলে দেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো মতে প্ল্যাটফর্মে ওঠে সে। একটু দেরি হলে হয়ে যেত মারাত্মক বিপদ। নিজের জীবনের পরোয়া না করে ছোট শিশুটির প্রাণ বাঁচাল রেলকর্মী ময়ূর শেলখে।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল তার ভিডিও এবং রেল মন্ত্রকের তরফ থেকে এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তার এই সাহসিকতা এবং মানবিকতার জন্য প্রশংসিত হয় এই রেলকর্মী।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here