টেলিভিশনের পর্দায় এমন কিছু ধারাবাহিক রয়েছে যা দর্শকের মনে এমন ভাবে দাগ কেটে যায় যা সহজে মুছে ফেলা যায় না। বছর ঘুরে যায়, ট্রেন্ড বদলায় তাও গল্পের চরিত্র গুলো অমলিন থেকে যায়। তেমনই একটি হিন্দি ধারাবাহিক হল ‘কুমকুম ভাগ্য’।
একটানা ১১ বছর ধরে জি টিভির পর্দায় নিয়মিত সম্প্রচারিত এই সিরিয়াল হিন্দি ধারাবাহিকের ইতিহাসে রেকর্ড গড়ে। তবে শেষ পর্যন্ত নতুন ধারাবাহিকের জায়গা করে দিতে সম্প্রতি বন্ধ হয়ে যায় কুমকুম ভাগ্য। ধারাবাহিক শেষ হতেই রীতিমত মন খারাপ প্রকাশ দর্শকের। শুরু হয় নানা জল্পনা।
তবে ধারাবাহিকের জনপ্রিয়তা এতটাই যে এবার এই জনপ্রিয় মেগার বাংলা সংস্করণ আসতে চলেছে জি-বাংলার পর্দায়। খুব শীগ্রই ‘কুমকুম ভাগ্য’র বাংলা রিমেক পর্দায় দেখতে পাবেন দর্শক। খবরটি পেতেই দারুণ খুশি সিরিয়াল অনুরাগীরা।
শোনা যাচ্ছে জি-বাংলার আসন্ন হিন্দি মেগার রিমেকটির প্রযোজনার দায়িত্বে থাকতে পারে এসভিএফ। তবে জি-বাংলার তরফে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। হিন্দি ধারাবাহিকের রিমেকে কোন নতুন জুটিকে দেখতে পাবেন দর্শক? এই মুহুর্তে সেই সম্পর্কে কিছুই জানা যায়নি।

