ফের চলচ্চিত্র জগতে খারাপ খবর, অসুস্থ আরেক জনপ্রিয় শিল্পী। বেশ কয়েক মাস ধরেই ইন্ডাস্ট্রিতে নানা দুঃসংবাদ শোনা গেছে। এই বছরটা খুব একটা চলচ্চিত্র জগতের জন্য ভালো সময় ছিল না।
এবার আরও এক পরিচালক ভর্তি হাসপাতালে। আরজিকরের ভর্তি তিনি। সূত্রের খবর অনুযায়ী, ২১ শে ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এক বছরের বেশি সময় ধরে ক্যান্সারে আক্রান্ত তিনি।
কণ্ঠনালীতে ক্যান্সারে আক্রান্ত পরিচালক। ফুসফুসে অবস্থা খুব একটা ভালো নয়। বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছে তাকে। দেবের একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। বাঘা যতীন ছবিটিও পরিচালনা করেছেন।
সুত্রঃ binodonxp . com