অভিনেতা সব্যসাচী চৌধুরীর হাত ধরেই পর্দায় সাফল্য পেয়েছে বামাখ্যাপা ও রামপ্রসাদ চরিত্রে। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে সাধক হয়ে দর্শকের বিপুল পরিমান ভালোবাসা অর্জন করেছে। ক্যামেরার সামনে তিনি যখন রক্তবস্ত্র পরিধান করতেন তার কাছে মা তারা ছাড়া আর কেউ আপন নয়।
আনন্দবাজার অনলাইনকে সব্যসাচী বলেন, “আমি কোনও রীতিতে কোনও দিনই বিশ্বাস করি না। তবে দিনের শেষে আমি অভিনেতা। চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করতেই হবে। তাই রক্তবস্ত্র পরার পরে বড়মাই সব। যদিও ব্যক্তিগত ভাবে মনে করি, অবশ্যই মহাজাগতিক শক্তির অস্তিত্ব রয়েছে।”
অভিনেতা সব্যসাচী চৌধুরী অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘এখন সেই ভাবে কোথাও যাই না। তবে আগে যখন বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, মানুষের মধ্যে অদ্ভুত এক উত্তেজনা দেখতে পেতাম। দেখেছিলাম, কিছু মানুষের মধ্যে সারল্য ও বিশ্বাস এখনও রয়েছে। বিশেষ করে প্রবীণ মানুষ এই ধারাবাহিক মন দিয়ে ধারাবাহিক দেখেছেন। তাঁরা সবটাই বিশ্বাস করেন। আমার সঙ্গে কথা বলে তাঁরা হয়তো মানসিক শান্তি খুঁজে পেয়েছেন। যে সম্মান মানুষের থেকে পেয়েছি, তা আসলে বামদেবের প্রাপ্য। আমার নয়। তখন আমি বামদেবের চরিত্রে অভিনয় করছি। মেদিনীপুরের এক গ্রামে অনুষ্ঠানে গিয়েছিলাম। বহু মানুষ এসে দেখা করেছিলেন। অনেকে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে প্রণামও করেছিলেন। বিষয়টিতে বেশ অস্বস্তি লাগত।’
অভিনেতা সব্যসাচী চৌধুরী আনন্দ বাজার অনলাইনকে আরও জানান, ‘মেদিনীপুরের এক অনুষ্ঠানে এক দরিদ্র ব্যক্তি এসে আমার হাতে পঞ্চাশ টাকা ধরিয়ে দেন। সেই টাকা কিন্তু প্রণামী হিসাবে দিয়েছিলেন তিনি। আমি খুবই হকচকিয়ে গিয়েছিলাম। আমি সেই টাকা একেবারেই নিতে চাইনি। কিন্তু তাঁর আকুতি আমি উপলব্ধি করেছিলাম। ওই প্রণামী আসলে আমার জন্য তো নয়। তিনি মনে করছেন, বামদেবকেই ওই প্রণামী দিচ্ছেন। ওঁর কল্পনাতে বামদেবই রয়েছেন।”
সূত্রঃ www . anandabazar . com