‘হাসপাতাল থেকে একটা ফোন আমার পুরো জীবনটা পাল্টে দিল’, আবেগপ্রবণ পুতুল ওরফে শ্রীতমা ভট্টাচার্য

শ্রীতমা ভট্টাচার্য

বাংলা সিরিয়ালে পরিচিত মুখ অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। তবে দর্শক তাকে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের পুতুল নামেই বেশি চেনেন। ধারাবাহিকের সঙ্গে কোথাও যেন মিল খেয়ে যাচ্ছে অভিনেত্রীর বাস্তব জীবন।

পর্দায় দেখা যাচ্ছে, পুতুলের বর গুরুতর অসুস্থ। হাসপাতালের সিনে শুট এর সময় নিজের বাবার কথাই বার বার মনে পড়ছে শ্রীতমার। অভিনেত্রীর বয়স যখন মাত্র আড়াই বছর তখন তার বাবার সার্জারি হয়েছিল। খুব অল্প বয়সেই বাবাকে হারাতে হয়েছে তাকে।

শ্রীতমার কথায় জানা যায়, হাসপাতাল থেকে ফোন আসার পরই তার জীবনটা পুরো বদলে গিয়েছিল। কঠিন লড়াইয়ের মাঝেও ধৈর্য, ক্ষমা করার প্রবণতাকে আয়ত্ব করতে শিখেছিলেন তিনি। অভিনেত্রীর বাবাও নাকি তেমনি উদার প্রকৃতির মানুষ ছিলেন।

অভিনেত্রীর বাবা আজ হয়ত তার সঙ্গে শারীরিকভাবে নেই। কিন্তু শ্রীতমা মনে করেন, তার বাবা সবসময় তার সাথেই আছেন। জীবনে দায়িত্ব নিতে একেবারেই হাঁপিয়ে ওঠেন না শ্রীতমা। বাবার অবর্তমানে মায়ের সব দায়িত্বই এখন তার। বাবার দেওয়া শিক্ষাকে অবলম্বন করেই মানুষের মত মানুষ হতে চান ছোটপর্দার পুতুল ওরফে শ্রীতমা ভট্টাচার্য।

সুত্রঃ enter10bangla . com