‘অমর সঙ্গী’ ধারাবাহিকে এন্ট্রি নিল নতুন ভিলেন, ভেঙে যাবে রাজ-শ্রী’র সম্পর্ক?

অমর সঙ্গী

জি-বাংলার অন্যতম ধারাবাহিক হল ‘অমর সঙ্গী’। এতদিন দুপুর সাড়ে তিনটের স্লটে সম্প্রচার হত এই ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি।

তবে এবার থেকে ‘পুবের ময়না’ ধারাবাহিকের স্লট অর্থাৎ বিকেলের স্লটে সম্প্রচার হবে এই ধারাবাহিক। সব দূরত্ব মিটিয়ে রাজ আর শ্রীয়ের সম্পর্কে সবে মাত্র ভালো হতে শুরু করেছে। তার মধ্যেই বড় বিপদ ঘনিয়ে এলো শ্রীয়ের জীবনে।

রাজের জীবনে এলো নতুন নারী। রাজ আর শ্রীয়ের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে ‘অমর সঙ্গী’ ধারাবাহিকে এন্ট্রি নিলেন অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়।