সত্যিই কি হিন্দোলকে বিয়ে করবে অপর্ণা? ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আসছে নতুন টুইস্ট

চিরদিনই তুমি যে আমার

জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। আপাতত এই ধারাবাহিকের আগামী ট্র্যাক কি হতে চলেছে তা জানার জন্য মরিয়া দর্শকেরা। আর্য-অপর্ণার ভালোবাসায় বাধা হয়ে দাঁড়িয়েছে অপর্ণার বাবা আর মা।

একদিকে অপর্ণার বাবার শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে আর্য অপর্ণার বাবাকে এই সম্পর্কের বিষয়ে রাজি করতে গেলে অসমবয়সীর কারণ দেখিয়ে আর্যকে অপমান করে অপর্ণার বাবা। যার কারণে অপর্ণার থেকে সরে আসে আর্য। অন্যদিকে বাবা-মার মুখের তাকিয়ে হিন্দোলের সাথে বিয়েতে রাজি হয় অপর্না।

ধারাবাহিকের বর্তমান ট্র্যাকে দেখানো হবে আর্য আর অপর্ণার সম্পর্ক থাকা সত্বেও ডাক্তার হিন্দোলের সাথে বিয়ের তোড়জোড় শুরু করে অপর্ণার বাবা-মা। ইতিমধ্যেই দেখানো হবে হিন্দোলের সাথে অপর্ণার গায়ে হলুদের পর্ব। গায়ে হলুদ-এ এসেও অপর্ণার সামনে গিয়ে দাঁড়াতে পারলো না আর্য। অপুর অবস্থা দেখে অসহায় সুমি কি বদলাবে নিজের সিদ্ধান্ত?

শেষপর্যন্ত কার সাথে বিয়ে হবে অপর্ণার? ফের কি আর্য-অপুর মিল হবে? সেই উওর মিলবে আগামী পর্বের অপেক্ষায়।