‘অলক্ষ্মী একটা’! প্রতীক্ষার চক্রান্ত জেনে গেল পুতুল, গল্পে নতুন মোড়

কার কাছে কই মনের কথা

জি-বাংলায় বর্তমানে সম্প্রচারিত হচ্ছে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kachhe Koi Moner Kotha)। এই মুহূর্তে টিভির পর্দায় এই ধারাবাহিক ভালো জনপ্রিয়তা অর্জন করছে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী মানালি দে।

এই ধারাবাহিকে বধূ নির্যাতনের মতো গল্প ফুটে উঠেছে। যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন এই গল্পের ভিলেন হল নায়ক নিজেই। শিমুলকে বাড়ি থেকে তাড়াতে পরাগ পলাশ এবং তার হবু স্ত্রী প্রতীক্ষার সাথে হাত মিলেয়েছে। এছাড়াও আরও একজন রয়েছে প্রিয়াঙ্কা, যে পরাগের ছাত্রী। এই মেয়েটি পরাগের উপর দুর্বল। পরাগের সাথে সম্পর্ক গড়ার জন্য শিমুলকে সরিয়ে দিতে চায় প্রিয়াঙ্কা।

আর প্রিয়াঙ্কার তৈরি পরিকল্পনা মাফিক চলছে পরাগ, পলাশ আর প্রতীক্ষা। পলাশ আর প্রতীক্ষার বিয়েতে ভালো সাজার নাটক করছে সকলে। শিমুলও পরাগ এবং প্রতীক্ষার কাছে এত প্রশংসা পেয়ে অবাক হয়ে যাচ্ছে। এমনকি নতুন করে স্বামীর সাথে সংসার শুরু করার স্বপ্ন দেখছে শিমুল।

ধারাবাহিকের আগামীদিনে দেখা যাবে প্রতীক্ষা বাড়িতে পা রাখতেই সকলের সামনে তাকে উচিত শিক্ষা দিচ্ছে পাগলি পুতুল। প্রতীক্ষা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে দরজা আটকে তার থেকে টাকা চেয়ে নেয় তুল আর তুতুল।

বরণের সময় মধুবালা প্রতীক্ষাকে জানায়, সে যেন পুতুলকে আগলে রাখে এবং ভালোবাসা দেয়। শাশুড়ির উত্তরে প্রতীক্ষা জানায়, সে সবসময় পুতুলদিকে দেখেই রাখে। ঠিক সেই সময় পুতুল সকলের সামনে প্রতীক্ষাকে যোগ্য জবাব দিয়ে জানায়, “মিথ্যুক মেয়ে একটা, আমাকে শুধু শিমুল দেখে রাখে।”

এরপর দেখা যায়, প্রতীক্ষা বাড়িতে ঢুকতে গিয়ে আলতার থালা যায়। আর তখনি পুতুল চিৎকার করে বলে, “অলক্ষ্মী মেয়ে একটা। শিমুল যখন এসেছিল কি সুন্দর লক্ষ্মীর মতো পায়ের ছাপ ফেলেছিল।”