জি-বাংলার পর্দায় আসছে ফের নতুন ধারাবাহিক। ‘দাদামণি’ ধারাবাহিকের পর এবার আসছে নতুন ধারাবাহিক ‘তুলসি ধামের নাড়ু গোপাল’। প্রকাশ্যে এসেছে মেগার প্রথম প্রোমো।
প্রোমোর প্রথমেই দেখা যায় একটি মন্দিরে নাড়ু গোপালের পুজো হচ্ছে। চারিদিক প্রদীপের আলোয় উদ্ভাসিত, সেখানে অনেক ভক্তরা ভগবানের আরাধনা করছে। হঠাৎই পুরোহিত প্রথম বলে ওঠেন, ‘নাড়ু গোপালের মালা কোথায়?’ তারপরেই স্কুটি নিয়ে এন্ট্রি নেয় মেগার নায়িকা ‘তুলসি’। আর তার স্কুটির পিছনের সিট থেকে মাথায় হেলমেট পড়ে উঁকি দিতে দেখা যায় স্বয়ং গোপালকে।
এরপরে মালা নিয়ে মন্দিরের ভেতর যায় তুলসি। তার হাত থেকে মালা নিয়ে নাড়ু গোপালের গলায় পড়িয়ে দেয় পুরোহিত। সবাই ফুল ছুঁড়ে একসঙ্গে নাড়ু গোপালের জয় ধ্বনি দিতে থাকে। সাথে শোনা যায়, ‘সকলের চোখ এড়িয়ে তুলসির সঙ্গী হতে আসছেন তুলসি ধামের নাড়ু গোপাল।’
যদিও চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিক সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। পাশাপাশি, নায়িকা ও অন্যান্য কলাকুশলীরাও যে টলিপাড়ার চেনা মুখেরা কেউ নন তা প্রোমো দেখেই বোঝা যায়। আসলে এটি একটি হিন্দি ধারাবাহিকের বাংলা সংস্করণ হতে চলেছে।