বহুদিন পর ফের শিশু কেন্দ্রিক ধারাবাহিক আসছে পর্দায়। সৌজন্যে জি-বাংলা। হ্যাঁ, জি-বাংলায় সাহানা দত্তর মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের অধীনে আসছে একটি নতুন ধারাবাহিক। নাম ‘দুগ্গামনি’।
এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবে চার বছরের একটি ছোট মেয়ে। নাম কৌশিকী বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, অডিশনে তার মিষ্টি মিষ্টি কথার জন্যই এই ধারাবাহিকে চান্স পায় এই খুদে। খুদে এই মিষ্টিকে খুব শীঘ্রই আপনারা পর্দায় দেখতে পারবেন।
সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার, ধারাবাহিকের গল্প অনেকটাই স্টার জলসার ‘তোমায় ছাড়া ঘুম আসে মা’ ধারাবাহিকের অনুকরণে তৈরি। ধারাবাহিকের গল্প দুগ্গামনি ছোট বয়সে তার মায়ের থেকে বিছিন্ন হয়ে যায় এবং একটি আশ্রমে আশ্রয় নেয়। কিন্তু বাচ্চাটিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে আশ্রমের মালিক। দুগ্গামনি পালিয়ে যায় এবং কুমোরপাড়ায় আশ্রয় নেয়। সেখানে ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং নিজের মাকে খুঁজতে বেরিয়ে পড়বে।
প্রসঙ্গত, জি-বাংলায় শেষবারের মতো শিশু কেন্দ্রিক ধারাবাহিক ছিল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। এরপর জি-বাংলায় বহুদিন শিশু কেন্দ্রিক ধারাবাহিক আসেনি।