টিভির পর্দায় রিয়ালিটি শো গুলো রমরমিয়ে চলছে। এবার খুদেদের জন্য পর্দায় আসছে গানের নতুন রিয়েলিটি শো। ইতিমধ্যেই চ্যানেলের তরফ মুক্তি পেয়েছে গানের রিয়ালিটি শোয়ের প্রোমো, যা দেখে মুগ্ধ সকলে। জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের মতোই এই অনুষ্ঠানটিও বেশ আকর্ষণীয় হতে চলেছে তা বলার বাকি নেই।
জি বাংলা সিনেমায় ধারাবাহিকের পাশাপাশি দেখানো হবে এই গানের রিয়েলিটি শো। যার নাম ‘সোনার জলসাঘর’। আর এই শোয়ের পরিচালনা করছেন গায়ক অনীক ধর।
প্রোমোর প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে বাদ্যকর অভি কাশ্যপ শর্মাকে। বাঁশির সুরে মুগ্ধ করতে আসছে এই ছোট্ট খুদে। ছোট্ট গায়েনকে সকলের সঙ্গে পরিচয় করাচ্ছেন সারেগামাপা খ্যাত গায়িকা অদিতি মুন্সি।
এরপরেই দেখতে পাওয়া যাচ্ছে, আরাধ্যা মজুমদার নামের একটি ছোট্ট শিশু শিল্পীকে। শিশুশিল্পীকে সকলের সঙ্গে পরিচয় করাচ্ছেন সারেগামাপা খ্যাত গায়িকা পৌষালী গোস্বামী।
প্রোমো দেখে বোঝাই যাচ্ছে এই অনুষ্ঠানে শুধু খুদে সঙ্গীতশিল্পী একা নন, তাকে সঙ্গ দেবে অন্য খুদে বাদ্যকার। এই গানের অনুষ্ঠানে মহাগুরুর আসনে থাকবেন পন্ডিত তন্ময় বোস। অদিতি এবং পৌষালী ছাড়াও আরও তিনজন মহিলা বিচারককে দেখতে পাওয়া যাবে এই অনুষ্ঠানে। তবে কোন সময়ে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি।