সুখবর! ‘মিঠিঝোরা’ শেষ হতে না হতেই নতুন সুযোগ আরাত্রিকার

আরাত্রিকা মাইতি

ছোটপর্দার জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতি। তবে সিরিয়ালপ্রেমী দর্শকের কাছে আজও তিনি সকলের প্রিয় রাইপুর্ণা। মিঠিঝোরা ধারাবাহিক থেকেই মিলেছে ব্যাপক জনপ্রিয়তা। সদ্যই শেষ হয়েছে মিঠিঝোরা’র শুটিং। ধারাবাহিক শেষ হতে না হতেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজের সুযোগ পান আরাত্রিকা।

ইতিমধ্যেই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। তবে জানা যাচ্ছে ধারাবাহিক শেষ করে ইতিমধ্যেই আরও এক নতুন ছবির কাজে হাত দিয়েছেন তিনি। নতুন ছবির কাজ প্রসঙ্গে ‘অন্য সময় প্রাইম’-এর তরফ থেকে আরাত্রিকার সঙ্গে যোগাযোগ করা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আরাত্রিকা।

একের পর এক ছবিতে কাজ, তবে কি আর ছোটপর্দায় দেখা যাবে না রাই কে? জানা যাচ্ছে ছবির কাজ শেষ করে খুব তাড়াতাড়ি ছোট পর্দায় কামব্যাক করবেন অভিনেত্রী। তবে আপাতত বড় পর্দায় আরাত্রিকার এই নতুন জার্নি কতটা সফল হয় সেটাই দেখার।