বাংলা টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি কৌশাম্বি চক্রবর্তী আর আদৃত রায়। মিঠাই ধারাবাহিকের সেট থেকে তাদের সম্পর্ক। ২০২৪ সালে ৯ ই মে বিয়ে করেন তারা। দুজনেই সুখে সংসার করছে।
আর বাকি সেলিব্রেটিদের মধ্যে নিজেদের ব্যক্তিগত জীবন সকলের সামনে আনতে তেমন আগ্রহী নন কৌশাম্বি-আদৃত। কৌশাম্বি মাঝেমধ্যে ছবি ভিডিও শেয়ার করে থাকলেও আদৃতের হাতে গোনা।
এবার নিজেদের পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তারা। এক সারমেয়কে পরিবারে আনলেন কৌশাম্বি-আদৃত। অভিনেত্রী তিনটি ছবি শেয়ার করে লেখেন, হ্যাপিনেস’। প্রথম ছবিতে দেখা যাচ্ছে সারমেয়কে বুকে জড়িয়ে ধরে রয়েছেন কৌশাম্বি এবং শেষ ছবিতে আদৃতের কোলে দেখা সারমেয়কে দেখা যায় পাশে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী।
Instagram-এ এই পোস্টটি দেখুন