সম্পর্কের তিন বছর পার। এদিন হঠাৎই আবেগঘন পোস্ট অহনার। প্রেমিক দীপঙ্করের সঙ্গে সেলফি শেয়ার করে লেখেন, ‘তুমি আছো তাই আমি আছি, আমার সাফল্যের সিক্রেট, তিন বছর কেটে গেল।’ সেইসাথে অভিনেত্রী দিলেন আরও একটি সুখবর। তাদের সংসারে এসেছে নতুন সদস্য। আর তার সঙ্গে আদুরে ছবিও পোস্ট করেন অহনা।
Instagram-এ এই পোস্টটি দেখুন
ছোট্ট খুদের নাম চিনি। সেই খুদে আর কেউ নয়, জুটির নতুন পোষ্য। এই মুহূর্তে চিনি কে নিয়ে সাজানো সংসার অহনা-দীপঙ্করের।
Instagram-এ এই পোস্টটি দেখুন