সুখবর! বিয়ের আগেই অহনার ঘরে এলো নতুন সদস্য

অহনা দত্তটেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা অহনা দত্ত। যদিও সকলে তাকে অনুরাগের ছোঁয়া-র মিশকা হিসাবেই বেশি চেনেন। অভিনয় করতে গিয়ে আলাপ মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে। বন্ধুত্ব থেকে প্রেমে গড়াতে খুব বেশি সময় লাগেনি তাদের। যদিও দীপঙ্কর বিবাহিত, তবে ডিভোর্সি। আর তাদের সম্পর্ক মেনে নেয়নি অহনার মা। তাই মায়ের সঙ্গে সম্পর্কের পাঠ তুলে দিয়ে দীপঙ্করের সঙ্গে আলাদা বাড়িতে লিভ ইন সম্পর্কে রয়েছেন এই জুটি।

সম্পর্কের তিন বছর পার। এদিন হঠাৎই আবেগঘন পোস্ট অহনার। প্রেমিক দীপঙ্করের সঙ্গে সেলফি শেয়ার করে লেখেন, ‘তুমি আছো তাই আমি আছি, আমার সাফল্যের সিক্রেট, তিন বছর কেটে গেল।’ সেইসাথে অভিনেত্রী দিলেন আরও একটি সুখবর। তাদের সংসারে এসেছে নতুন সদস্য। আর তার সঙ্গে আদুরে ছবিও পোস্ট করেন অহনা।

ছোট্ট খুদের নাম চিনি। সেই খুদে আর কেউ নয়, জুটির নতুন পোষ্য। এই মুহূর্তে চিনি কে নিয়ে সাজানো সংসার অহনা-দীপঙ্করের।