আসছে নতুন মেগা ধারাবাহিক, পর্দায় এবার নতুন জুটি রাহুল-সম্পূর্ণা

 রাহুল-সম্পূর্ণা

এবার জি-বাংলার হাত ধরে আসছে এক নতুন মেগা ধারাবাহিক। আর এই ধারাবাহিকের নায়ক চরিত্রে দেখা মিলবে অভিনেতা রাহুল মজুমদার। অনুরাগের ছোঁয়া দ্বিতীয় অধ্যায় তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় আক্ষেপ ছিল অভিনেতার মনে। তবে অনুরাগের ছোঁয়া শেষ হতেই আবারও নতুন মেগায় ফিরছেন রাহুল।

তবে এবার রাহুলের বিপরীতে কোন চেনা মুখ নয়, দেখা মিলবে নতুন মুখের। পর্দায় এবার রাহুলের নায়িকা হতে চলেছেন নবাগতা সম্পূর্ণা রক্ষিত। বিরাটির মেয়ে সম্পূর্ণার অভিনয় জগতে প্রথম পা। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি। বি-টেক পড়েছেন।

জি এর নতুন মেগা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের হাত ধরে আসছে পর্দায়। ধ্যবিত্ত পরিবারের পাশাপাশি রাজনৈতিক পটভূমিকাও দেখানো হবে ধারাবাহিকে। এক রাজনৈতিক নেতার মেয়ে সম্পূর্ণা। তার বাবার সহকারী রাহুল।  সেই সূত্র ধরেই এগোবে তাদের প্রেম।