বড় চমক! গীতা এলএলবি ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছে নতুন নায়ক

গীতা এলএলবি ধারাবাহিক

টিআরপি পড়তে না পড়তেই গীতা এলএলবি ধারাবাহিকে নতুন চমক। বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি কমছে এই ধারাবাহিকের। আর সেই কারনেই নির্মাতাদের সিদ্ধান্ত অনুযায়ী বদলে গেল গল্পের নায়ক।

গল্পে স্বস্তিক মুখার্জী অর্থাৎ কুনাল শীলের সঙ্গে গীতার জুটি দর্শকের ভীষণ পছন্দের। তাই বলে সেই জায়গায় অন্য কোন অভিনেতাকে আনা হচ্ছে না। ধারাবাহিকে মুখ বদল হচ্ছে স্বস্তিকার দাদা অঙ্কিত চরিত্রটির।

গল্পে অঙ্কিতের চরিত্রটি ধূসর চরিত্রের। সম্পর্কে সে স্বস্তিকের দাদা অন্যদিকে গীতার জামাইবাবু। এতদিন অঙ্কিতের ভূমিকায় অভিনয় করেছেন সায়ান কর্মকার। তবে এবার অঙ্কিত চরিত্রে ধারাবাহিকে প্রবেশ করছেন অভিনেতা শুভ্রজিৎ সাহা।

শুভ্রজিৎ সাহা

টিআরপির তালিকায় জায়গা ধরে রাখতে নতুন চ্যালেঞ্জের মুখে গীতা এলএলবি ধারাবাহিক। আগামী পর্বে গল্প নতুন কোন মোড় নেবে তারই অপেক্ষায় দর্শকমহল।