সৃজন অতীত! নিম ফুলের মধু’তে আসছে নতুন নায়ক, এন্ট্রি নিতে চলেছেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা

নিম ফুলের মধু

২০ বছরের লিপে পাল্টে গেছে পুরো কাহিনী। এখানে কথা হচ্ছে জি-বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক প্রসঙ্গে। একসময় এই ধারাবাহিকে নায়ক-নায়িকা ছিল সৃজন-পর্ণা। ধারাবাহিক লিপ নেওয়ায় সেসব এখন অতীত।

বর্তমানে ধারাবাহিকের চিত্র একটু আলাদা। কারণ বড় হয়ে গেছে সৃজন-পর্ণার ছেলে ও মেয়ে। পর্ণার মেয়ে পুঁটি কিন্তু আগামীদিনের গল্পের নায়িকা। পুঁটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোমু সরকার। এর আগে তাকে আপনারা দেখেছেন ‘গোধূলি আলাপ’ এবং ‘আলোর কোলে’ ধারাবাহিকে।

ছোটপর্দার অতি পরিচিত মুখ সোমু। বলাই যায়, তিনি দর্শকের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী। তাকে নিম ফুলের মধু’তে দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে পুঁটি চরিত্রে ইতিমধ্যে দর্শকের মন জয় করে নিয়েছেন। নিম ফুলের মধু গল্পের আগামীদিনে নায়িকা যখন সোমু। তার বিপরীতে নিশ্চয়ই নায়ক রয়েছেন। তিনি কে?

এর আগে পুঁটি অর্থাৎ সোমু’র বিপরীতে নায়িকা হিসাবে একাধিক নাম উঠে এসেছে। তবে শোনা যাচ্ছে, সোমুর নায়ক হতে চলেছে জি-বাংলারই এক জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা। কে তিনি?

নিম ফুলের মধু

তিনি আর কেউ নন, কয়েক দিন আগে শেষ হওয়া ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকের হৃদান গাঙ্গুলি অর্থাৎ অভিনেতা অয়ন ঘোষ। হ্যাঁ, এবার নিম ফুলের মধু’তে সোমু সরকার এবং অয়ন ঘোষের জুটি দেখতে পারবেন দর্শক। আর এই ধারাবাহিকের হাত ধরেই আবার পর্দায় ফিরছেন অয়ন। দেখা যাক সোমু আর অয়নের জুটি সৃজন-পর্ণার মতো সাফল্য অর্জন করতে পারে কিনা।