পর্দায় নতুন মেগা আসলেও ‘জগদ্ধাত্রী’ কে টক্কর দেওয়া সহজ নয়। বরাবরই টিআরপিতে প্রথম পাঁচে এই মেগার স্থান। বর্তমানে জ্যাস সান্যালের মতোই শত্রুদের টাইট দিতে দুর্গা একাই যথেষ্ট। একটু একটু করে মুখার্জি বাড়ির মেয়ের জায়গাটা অর্জন করেছে দুর্গা।
এবার গল্পে নতুন টুইস্ট। জীবনে প্রথমবার প্রেমে পড়ার অনুভূতি হল দুর্গার। এরপর কেমন হবে দুর্গার নতুন যাত্রা? কার প্রেমে পড়বে সে?
ধারাবাহিকে দুর্গার নতুন নায়ক হিসেবে এন্ট্রি নিলেন অভিনেতা ঋষভ ভৌমিক। এর আগে দর্শক তাঁকে দেখেছেন স্টার জলসার ‘শুভ বিবাহ’ধারাবাহিকে। নতুন নায়ক হিসাবে ‘জগদ্ধাত্রী’তে এন্ট্রি নেওয়ায় ধারাবাহিকের নতুন মোড়ে যে দারুণ চমক থাকবে, তা বলাই বাহুল্য।
অন্যদিকে দুর্গার নতুন নায়কের এন্ট্রি নিতেই শুরু গল্প নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু জোর চর্চা। নতুন নায়ক আসায় তবে কি স্বয়ম্ভূর চরিত্রকে আর দেখা যাবে না? এর আগেও স্বয়ম্ভূ ওরফে সৌম্যদীপের ধারাবাহিক ছাড়ার গুঞ্জন তৈরি হয়েছিল। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিলেন সৌম্যদীপ নিজেই। যদিও এই বিষয়ে কিছুই খোলসা করে জানান নি চ্যানেল কর্তৃপক্ষ।