ফের ঘরে আসছে নতুন অতিথি! সুখবর দিলেন রাহুল-প্রীতি ?

রাহুল-প্রীতি

বাংলা টেলিভিশনের জগতের দুই জনপ্রিয় মুখ অভিনেত্রী প্রীতি বিশ্বাস এবং অভিনেতা রাহুল মজুমদার। বাস্তবে দুজনে স্বামী-স্ত্রী। দুজনে আলাদা আলাদা একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। যদিও প্রথম সন্তান জন্মের পর অভিনয় থেকে দূরে রয়েছেন প্রীতি। বর্তমানে রাহুল কাজ করছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে।

বিয়ের চার বছর পর রাহুল আর প্রীতির ঘরে আসে কন্যা সন্তান। মেয়েকে নিয়েই তাদের দিন কাটছে। পুজোর সময় মেয়েকে নিয়ে প্যান্ডেল পরিদর্শন করতে যান তারকা দম্পতি। তবে এবার মেয়ের এক বছর হতে না হতেই আবার রাহুলের গলায় সুখবরের আভাস মিলল।

বিজয়ার দিনই এক সাক্ষাৎকারে একসঙ্গে দেখা যায় রাহুল আর প্রীতিকে। সেখানেই তাদের জীবনে কার্তিক আসার ইঙ্গিত দেন অভিনেতা। সাক্ষাৎকারে রাহুল জানায়, তার বহুদিনের ইচ্ছে দ্বিতীয় সন্তানের। দুজন থাকলে একসাথে বড় হবে, একে অপরের খেলার সঙ্গী হবে সেটাই ভালোবাসেন রাহুল।

দম্পতিকে জিজ্ঞেস করা হয় লক্ষ্মী পুজোর পর ঘরে কার্তিক কবে আসবে? উত্তরে অভিনেতা বলেন, ” ‘আমার তো খুব ইচ্ছে রয়েছে আরেকজন আসুক কেউ। দুজন মিলে একসঙ্গে মারপিট করবে, খেলাধুলা করবে, বড় হবে আমার ভালো লাগে।” তবে প্রীতি বলেন, “রাহুলের সবই দুটো দুটো পছন্দ। কিন্তু আমি এখন একজনকে নিয়েই সামলাচ্ছি আমার মেয়ে এখনো ছোট ওর এক বছর বয়স হয়নি তাই দ্বিতীয় জনের কথা এখন ভাবছি না।”