সুখবর! ঘরে এলো নতুন অতিথি, বাবা হলেন এই জনপ্রিয় সিরিয়াল অভিনেতা

রোহিত পুরোহিত

বলি পাড়ায় খুশির হাওয়া। উৎসবের আগেই বাবা-মা হলেন বলি পাড়ার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। গতকাল নিজেরাই সেই সুখবর শেয়ার করে নেন সামাজিক পাতায়। খবর সামনে আসতেই ইন্ডাস্ট্রির সহ-কর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

পুত্র সন্তানের বাবা মা হলেন ‘ইয়ে রিস্তা ক্যা কেহলাতা হে’  খ্যাত অভিনেতা রোহিত পুরোহিত এবং জনপ্রিয় অভিনেত্রী শীনা বাজাজ।

রোহিত পুরোহিত

২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ এই জুটি। ৬ বছর পর সুখবর দিলেন তারকা দম্পতি। ছোট্ট সদস্যটিকে কাছে পেয়ে বেশ আনন্দে আত্মহারা নতুন বাবা মা। বেবি বাম্পের ওপর হাত রেখে তাঁরা জানালেন পুত্র সন্তান হয়েছে তাঁদের। ১৫ তারিখে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে।