অপেক্ষার অবসান! ঘরে এলো নতুন অতিথি, মা হলেন ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত অহনা দত্ত

অহনা দত্ত

অবশেষে অপেক্ষার অবসান! মাত্র ২১ বছর বয়সে মা হলেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা ওরফে অহনা দত্ত। এতদিন মাতৃত্বকালীন ছুটির কারণে অভিনয় জগত থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নানা আপডেট দিয়ে গেছে অহনা।

গর্ভের সন্তানের নিয়মিত নড়াচড়া করে থেকে শুরু করে শেষ মুহূর্তে সন্তানের জন্য কেনাকাটা সবটাই দর্শকের সাথে শেয়ার করেছেন অহনা। মাতৃত্বের প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছেন অহনা।

অভিনেত্রীর কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান। অবশেষে অভিনেত্রীর সম্ভাবনাই সঠিক হল। কারণ এর আগে ভিডিওতে অহনা চেয়েছিলেন তার যেন কন্যা সন্তানই আসে। আর সেটাই হল। এবার সন্তানকে নিয়ে নতুন পথ চলা শুরু করলেন অহনা-দীপঙ্কর।

Previous article‘বোঝার উপায় নেই যে ওর লাইফে অনেক বড়…’ দাদাকে নিয়ে মুখ খুললেন সায়ক
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।