সুখবর! ঘরে এলো নতুন অতিথি, বাবা-মা হলেন জনপ্রিয় তারকা দম্পতি

বিনীত কুমার সিং

ফের সুখবর বিনোদন জগতে। বলিউডে খুশির খবর। পুত্রসন্তানের জন্ম দিলেন এই তারকা দম্পতি। মঙ্গলবার জন্ম নেয় তাদের প্রথম সন্তান। ছাবা ছবিতে কবি কলসের ভূমিকায় অভিনীত অভিনেতা বিনীত কুমার সিং তার স্ত্রী রুচিরা সিং এর ঘর আলো করে এসেছে পুত্রসন্তান।

ইনস্টাগ্রামে একটি পোস্টে বিনীত ও রুচিরা লেখেন, ‘ভগবানের কৃপায় আমরা এখন আনন্দে ডুবে আছি। আমাদের ‘ছোট্ট সিং’ এই দুনিয়ায় এসেছে এবং সে ইতিমধ্যেই আমাদের মন জয় করছে। এই অনন্য আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’

নতুন সদস্যের আগমনে পরিবারে খুশির হাওয়া। বিনীত ও রুচিরা দু’জনেই এখন প্রথমবার বাবা-মা হওয়ার অভিজ্ঞতা উপভোগ করছেন। নেটিজেনরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দম্পতিকে।

বিনীত কুমার সিং

২০২১ সালে রুচিরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিনীত। বিয়ের তিন বছর পর রুচিরা ও বিনীতের বাড়িতে এসেছে এই সুখবর।