সায়নের হাত ধরে ছোটপর্দায় আসছে নতুন স্বাদের রিয়্যালিটি শো

সায়ন ঘোষ

বাংলা ধারাবাহিক গুলোর পাশাপাশি টিভির পর্দায় দর্শকদের বিনোদন দিতে রমরমিয়ে চলছে রিয়্যালিটি শো-গুলোও। তবে সেটা যদি হয় কমেডি কোন শো তাহলে তো আর কোন কথাই নেই। পর্দায় আসছে তেমনই একটি রিয়্যালিটি শো।

সূত্রের খবর, এই মজার শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অভিনেতা সায়ন ঘোষ। রেডিওর হাত ধরে কেরিয়ার শুরু করলেও সায়নের অভিনয় মন জয় করেছে দর্শকের। শুধু হাসি মজা নয়, সেইসাথে এই শোয়ে থাকবে তারকাদের সঙ্গে আড্ডাও। গল্প, আড্ডা, রসিকতায় জমে উঠবে নতুন রিয়্যালিটি শো। তবে কোন চ্যানেলে দেখা যাবে এই শো?

জি বাংলা সিনেমা-চ্যানেলটি আসছে নতুন ভাবে। এই চ্যানেলের নতুন সংস্করণে থাকছে নতুন চমক। এছাড়াও জি বাংলার নতুন চ্যানেলে আসছে নতুন ধারাবাহিকও। জানা যাচ্ছে, আগস্টের শুরুতেই জি বাংলার নতুন চ্যানেলটি লঞ্চ হচ্ছে।