শোলাঙ্কির মুকুটে নতুন পালক! এবার নতুন যাত্রায় পা রাখছেন ছোটপর্দার খড়ি

অভিনেত্রী শোলাঙ্কি রায়

বাংলা বিনোদন দুনিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। নিজের অভিনয় দক্ষতার জন্যই দর্শকের কাছে পরিচিত তিনি। একাধিক বাংলা ধারবাহিকে কাজ করেছেন। তার মধ্যে অন্যতম হল ইচ্ছেনদি এবং গাঁটছড়া। এই ধারাবাহিকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তিনি।

ছোটপর্দার পর নিজের দক্ষতায় প্রতিষ্ঠিত হয়েছে বড়পর্দা এবং ওয়েব দুনিয়ায়। তবে এবার নতুন যাত্রায় পা রাখবেন। এবার শর্ট ফিল্মের মুখ্য চরিত্রে দেখা যাবে শোলাঙ্কিকে। তার বিপরীতে থাকবেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়।

হ্যাঁ, ঠিকিই ধরেছেন যেই মানুষটাকে ঘিরে শোলাঙ্কির সম্পর্কের গুঞ্জন শোনা যায় এবার তার সাথেই জুটি বাঁধতে চলেছেন স্বল্পদৈর্ঘ্য ছবিতে। নারায়ণ দেবনাথের ছোটগল্প ‘রেকর্ড’-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবির চিত্রনাট্য। শুরু হয়ে গেছে ছবির শুটিং।