একটা সময় বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ হলেও বর্তমানে পর্দায় সেভাবে দেখা মেলেনা অভিনেত্রীর। তবে অভিনেত্রীর অভিনয় বরাবরই দর্শকমহলে প্রশংসিত। অভিনেত্রীর আরও একটি পরিচয় হল জনপ্রিয় ব্লগার সায়ক চক্রবর্তীর ‘কূটনী বৌদী’ সুস্মিতা রায়।
মাস কয়েক হয়েছে সংসার ভেঙেছে অভিনেত্রীর। আপাতত সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও আলাদাই থাকেন তারা। তবে এবার বিচ্ছেদের পর নতুন পথচলা শুরু করলেন সুস্মিতা। গ্ল্যামার জগতের সেই চেনা ছক থেকে বেরিয়ে নতুন সূচনা সুস্মিতার।
ব্যক্তিগত জীবনের কঠিন সময় পার করে সুস্মিতা রায় যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিচ্ছেদের পর তিনি নিজেকে একজন পুরোদস্তুর ‘বিজনেস ওম্যান’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একাকীত্ব কাটিয়ে একটা মেয়েও যে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই বার্তাই দিয়েছেন সকলকে।
নতুন বছরে নতুন কোম্পানি শুরু করলেন সুস্মিতা। তার কোম্পানির নাম ক্লিয়ারকাট। যেখানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সাধারণ মানুষের যা যা সার্ভিস প্রয়োজন হয় তা ঘরের দুয়ারে পৌঁছে যাবে। রূপ পরিচর্যা থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় সব রকমের সার্ভিস পাওয়া যাবে।
শুধু তাই নয়, ভালো চিত্রনাট্য এবং চরিত্র পেলে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন। আপাতত অভিনেত্রীর ধ্যানগ্যান শুধুই তার ব্যবসা।

