জীবনে নতুন শুরু! অভিনয়ের পর এবার নতুন পেশায় পা রাখলেন রুকমা রায়

রুকমা রায়

ছোটপর্দায় একসময় ‘কিরণমালা’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী রুকমা রায়। এরপর ধারাবাহিক থেকে সরে এসে ওটিটি দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন রুকমা। বেশ কিছুদিন হল অভিনয় জগৎ থেকে একটু দূরে রয়েছেন অভিনেত্রী।

অভিনয়ের পর এবার জীবনে নতুন শুরু রুকমার। অভিনয়ের পাশাপাশি এবার নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলেছেন রুকমা। নিজের শাড়ির প্রতি ভালবাসা আর বাঙালির শাড়ির প্রতি অমোঘ টান থেকেই শুরু করেছেন তার শাড়ির ব্র্যান্ড ‘ফেমে’।

এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রুকমা বলেন, ‘ইচ্ছেটা বরাবরই ছিল। তবে খুব অল্প সময়ের চিন্তাভাবনার ফল এই ব্র্যান্ড। বলা যেতে পারে মাত্র এক মাসের মধ্যেই প্রায় সবটা তৈরি করা। শাড়ি পরতে খুব ভালবাসি আমি।’

‘যেকোনও অনুষ্ঠানে বা মনের ভাললাগা থেকে শাড়িকেই বেছে নিই সাজব বলে। তাই ভাবলাম, আমার পছন্দের শাড়িতে মেয়েদের সাজাব। এখন শাড়িও অনেক কমফোর্টের সঙ্গে পরা যায়। তাই আমার ব্র্যান্ডে সব ধরনের শাড়ি রয়েছে। এছাড়াও থাকছে বেশকিছু নামী ডিজাইনার শাড়িও। সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে ডিজাইনার ব্লাউজও।’

‘সামনেই পুজো আসছে, তাই অনেক নতুন কালেকশনের সমাহারে সাজিয়ে তুলেছি আমার ব্র্যান্ডটিকে। যারা আমায় এতদিন এত ভালবাসা দিয়েছেন, তাদের সকলের জন্য আমার তরফ থেকে এই যাত্রা শুরু যেন একটা নতুন উপহার বলা যেতে পারে।’

রুকমা রায়