সন্তানকে বাঁচাতে বাঘের সাথে এক মায়ের লড়াই! ১ কিমি পিছু করে বাঘের মুখ থেকে বাচ্চাকে বাঁচিয়ে আনলেন মা, মায়ের সাহসীকতায় কুর্নিশ নেটিজেনদের

কিরণ দেবী

নিজের সন্তানকে রক্ষা করতে মা-য়েরা পারেন না এমন কোনও কাজ নেই। কারণ একজন মায়ের কাছে তাঁর সন্তান তার জীবন। বেশিরভাগ সময় মায়েদের কাছে পৃথিবীর ভয়ংকর শক্তিও হার মানতে বাধ্য হয়। এমনই এক দৃশ্য ফুটে উঠল সোশ্যাল মিডিয়া।

একজন মা নিজের সমস্ত শক্তি দিয়ে আট বছরের বাচ্চাকে ফিরিয়ে আনলেন চিতা বাঘের সঙ্গে লড়াই করে। ঘটনাটি ঘটছে ভারতের মধ্যপ্রদেশ বাড়িঝিরিয়া গ্রামে। ওই গ্রামের বাসিন্দা কিরণ দেবী তাঁর তিন সন্তানকে বসিয়ে বাড়ির বাইরে রান্না করছিলেন। সেই সময় একটি চিতাবাঘ চলে আসে কিন্তু খেয়াল করেননি তিনি। বুঝে ওঠার আগেই তাঁর আট বছরের ছোট ছেলে রাহুলকে মুখে করে নিয়ে দৌড় লাগায়। কিছু না ভেবেই বাঘের পিছনে দৌড়াতে শুরু করেন মা কিরণ দেবী।

কিরণ দেবী

প্রায় ১ কিমি বাঘের পিছনে ছুটে যান সেই মহিলা। ততক্ষণে বাঘটি বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের দিকে ঢুকে পড়ে। ঠাণ্ডা মাথায় বাঘটিকে নানা ভাবে ভয় দেখানোর চেষ্টা করেন সেই মহিলা। কিন্তু ছেলেকে উদ্ধার করতে কাছে যেতেই কিরণ দেবীর উপর হামলা করে বাঘটি। সেই মুহূর্তে কিরণের কাছে নিজের থেকে তাঁর লক্ষ্য ছিল সন্তানের জীবন। কিরণ লাঠি দিয়ে পাল্টা আঘাত করতে থাকে, তারপরই তাঁর ছেলেকে ফেলে দিয়ে পালিয়ে যায় চিতা বাঘ। এইভাবেই নিজের ছেলেকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনেন এই মহিলা।

সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই এক মায়ের সাহসীকতায় কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। এমনকি সেখানকার মুখ্যমন্ত্রী গোটা খবরটি শুনে প্রণাম জানিয়েছেন কিরণ দেবীকে।

source: celebhub . in

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here