‘প্লিজ ফাটাকা নয়’, সকলকে সচেতনতার বার্তা ছোট ইউভানের

ছোট ইউভান

শুরু হয়ে গেছে আলোর উৎসব। ধনতেরাসের দিন থেকে দীপাবলির আনন্দে মেতে ওঠে গোটা বাঙালি। চারিদিকে আলো যেমন মন প্রাণ ভরে ওঠে পাশাপাশি শব্দ বাজিতে নাজেহাল হতে হয় বাড়ির অসুস্থ বৃদ্ধ থেকে পুশু-পাখিদের। শুধু তাই নয় বাতাসও দূষিত হচ্ছে কিন্তু সচেতনতা কোথায়? তাই তো নেটকারিগরদের সচেতনতার বার্তা দিচ্ছে ছোট ইউভান।

গত শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শুভশ্রী গাঙ্গুলি একটি ছোট ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে সকলকে বাজি নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছে একরত্তি ইউভান।

ভিডিওতে দেখা যাচ্ছে শুভশ্রী ইউভানকে প্রশ্ন করে, ‘ইউভান, ফাটাকা ইজ় নট গুড ফর…?’ তবে এর উত্তর খুব আসতে আসতে দেয় ইউভান যা ক্যামেরায় বোঝা যায় না। তাই ছেলের উত্তর শুনে রিপিট করে শুভশ্রী বলে  ‘ফর দ্য এনভায়রনমেন্ট’ অর্থাৎ ছোট ইউভান বলতে চাইল পরিবেশের জন্য বাজি একেবারেই ভালো নয়।