নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে প্রথমে উঠে আসে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী দেবশ্রী রায়ের নাম। সেইসময় এদের জুটি গোল্ডেন জুটি ছিল। ‛দেবীবরণ’ থেকে ‛উনিশে এপ্রিল’ এই জুটি পর্দায় ঝড় তুলেছিল।
একটু শুধরে দিই- শুধু পর্দায় নয়, বাস্তবেও। ১৯৯২ সালে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। যদিও প্রেমের সূত্রপাত সু-মধুর হলেও বিয়ে টেকেনি। বিয়ে তিন বছরের মাথায় বিচ্ছেদ। তবে অভিনেত্রী দেবশ্রী রায় আর বিয়ে করেননি ঠিকিই কিন্তু অভিনেতা দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
বর্তমানে তৃতীয় স্ত্রী অর্পিতা ও সন্তান তৃষানজিৎকে নিয়ে সুখে সংসার করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিন দশক ধরে বাংলা সিনেমায় একভাবে কাজ করে চলেছেন অভিনেতা। অনেকেই বলে থাকেন তিনি নাকি গোটা ইন্ডাস্ট্রি। কিন্তু একথা মানতে নারাজ তার প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়।
কিছুদিন আগে শোনা যায় অভিনেতার তরফ থেকে সিনেমার অফার যায় অভিনেত্রীর কাছে। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ছোটপর্দার সর্বজয়া ওরফে দেবশ্রী রায় স্পষ্ট জানান, “শুরুতে শুধরে দিই…একটা মানুষ ইন্ডাস্ট্রি হতে পারে না। বাংলা ছবির ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে। আমি অভিনেত্রী। ভালো কাজ করতে চাই। আমার সহশিল্পী কে হবেন তা নিয়ে কোনো মাথাব্যথা নেই। এখন কিছু বলতে পারবো না”। পাশাপাশি অভিনেত্রী আরও বলেন, “ইন্ডাস্ট্রি একজনই ছিলেন উত্তম কুমার”।