বিয়ের আগেই প্রিয়াঙ্কার জীবনে বড়সড় দুর্ঘটনা! অভিনেত্রীর পোস্ট ঘিরে উদ্বিগ্ন অনুরাগীরা

প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ 

সামনেই বিয়ে! তার আগেই অভিনেত্রীর জীবনে বড়সড় দুর্ঘটনা। ঠিক কি ঘটেছে অভিনেত্রীর সাথে?  টেলিপাড়ার অন্যতম মিষ্টি জুটি প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা। দুজনকেই বাংলা সিরিয়ালে হামেশাই দেখা যায়। গত বছরের অক্টোবরেই তারা আইনি বিয়ে সেরে ফেলেছিলেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই সামাজিক বিয়েও করবেন। তবে এরই মাঝে বড় অঘটন! আচমকাই শুভ্রজিৎ-এর আঘাত লাগার খবর সামনে এল।

সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন শুভ্রজিৎ-এর সঙ্গে। যেখানে অভিনেতার নাকের ওপর ছোট্ট ব্যান্ডেজ রয়েছে। প্রিয়াঙ্কার এই পোস্ট দেখে স্পষ্ট যে শুভ্রজিৎ বড় কোনও দুর্ঘটনার মুখে পড়েছিলেন আর তার জন্য তিনি নাকে চোট পান। তবে কি কারনে এমন চোট লাগল অভিনেতার?

অভিনেত্রী তা স্পষ্ট করা না জানালেও শ্যুটিং করতে গিয়ে কোনওভাবে চোট পেয়েছেন কিনা তাও জানা যায়নি। দুজনে বেশ কয়েকদিন পর যে একসঙ্গে বেড়িয়েছেন তা প্রিয়াঙ্কা তার পোস্টে স্পষ্ট করে জানিয়েছেন।

প্রিয়াঙ্কা এই ছবিগুলো পোস্ট করে লেখেন, একাধিক সেলাই, কঠিন শ্যুটিং, সুস্থ হয়ে ওঠা এবং ৮ দিন পর আমার মানুষটি শেষপর্যন্ত সিদ্ধান্ত নিল যে হাসবে। বিগত বেশ কয়েকদিন চড়াই-উৎরাইয়ের মধ্যে গিয়েছে, কিন্তু জীবন তো চলবেই।

‘খড়কুটো’ ধারাবাহিকে ‘চিনি’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে ‘রাখিবন্ধন’ সিরিয়ালের মাধ্যমে টেলিপাড়ার সফর শুরু করেন শুভ্রজিৎ। প্রিয়াঙ্কাকে এখন দেখা যাচ্ছে রাজ রাজেশ্বরী রানী ভবানী-তে পরমেশ্বরীর চরিত্রে।