১৮ বছরের লিপ নিল গল্প! বড় হয়ে গেল জগদ্ধাত্রী’র মেয়ে দূর্গা, ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে নতুন প্রোমো

জগদ্ধাত্রী

বেশ কিছুদিন ধরে বিনোদন জগতের অন্দর মহলে শোনা যাচ্ছিল জি-বাংলার মেগা ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র নেবে। আর নায়িকাও নাকি পাল্টে যাবে। জগদ্ধাত্রীর মেয়ের চরিত্রে নাকি অভিনয় করবে ‘ভানুমতি খেল’ ধারাবাহিকের নায়িকা শ্রেয়সী দাস। তবে আচমকাই ধারাবাহিকের নতুন প্রোমো দেখে অবাক সকলে।

জগদ্ধাত্রীর মেয়ে চরিত্রে শ্রেয়সী নয়, বরং অভিনয় করবেন স্বয়ং জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিকই। হ্যাঁ, মা এবং মেয়ে দুই দ্বৈত চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা।

ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেল ১৮ বছরের লিপ নিয়েছে গল্প। বড় হয়ে গেছে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। সেও মায়ের মতোই ডাকাবুকো।

একটি বাচ্চা মেয়েকে গুন্ডারা কিডন্যাপ করলে তাদের মেরে শায়েস্তা করে দুর্গা। তারপরেই দেখা যায় মায়ের কোলে মাথা রেখে মাকে আগলে রাখে দুর্গা।