“জীবনে আমি আর সুদীপদার সঙ্গে কাজ করবো না… এরকম একটা লোক থাকলে…”, শ্যুটিং ফ্লোরেই তুমুল ঝামেলা সুদীপ-বিভানের

সুদীপ- বিভান

ধারাবাহিকে কাজ করতে গিয়ে শুটিং ফ্লোরে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ঝগড়া, বিবাদ, কথা কাটাকাটি এসব নতুন কিছু নয়। যার অন্যতম উদাহরণ চিরদিনইর জিতু-দিতিপ্রিয়া। এবার সেই বিবাদের তালিকায় স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকের নতুন কাকু আর বুবলাই।

চিরসখা ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন নতুন কাকু ওরফে সুদীপ মুখোপাধ্যায় এবং বুবলাই ওরফে বিভান ঘোষ। হঠাৎই শুটিংয়ের মাঝে তাদের মধ্যে শুরু হয় বিতর্ক।

শুটিংয়ের মাঝে যখন ব্রেক চলছিল, তখন অভিনেতা বিভান নিজের মোবাইল ফোন বের করে শুটিংয়ের অন্দরের দৃশ্য ক্যামেরা বন্দি করছিলেন। সেই সময় সেখানে সুদীপও উপস্থিত ছিলেন।

অভিযোগ, বিভান অনুমতি ছাড়াই নাকি সুদীপের ফুটেজ নিতে শুরু করেন এবং ক্রমাগত ব্যক্তিগত পরিসরে ঢুকে ক্যামেরা ঘোরাতে থাকেন। সুদীপবাবু বারবার বারণ করা সত্ত্বেও বিভান ভিডিও করা বন্ধ করেননি, বরং বিষয়টিকে হালকাভাবে নিয়ে ইয়ার্কি করতে থাকেন।

সেটে উপস্থিত বাকি কলাকুশলীরা জানিয়েছেন, সুদীপ শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও বিভান ক্রমাগত উত্তেজিত হয়ে পড়ছিলেন। ঘটনা প্রকাশ্যে আসতেই বিভানের আচরণ নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

বাকি কলাকুশলীদের মতে কাজের ক্ষেত্রে মতভেদ থাকতেই পারে, কিন্তু সিনিয়র অভিনেতাদের প্রতি সম্মান বজায় রাখা সৌজন্যের মধ্যে পড়ে। যা বিভানের আচরণে দেখা মেলেনি।

অনেকে পুরো ঘটনাকে সিরিয়াস ভাবলেও বিষয়টা একেবারেই মজার ছলে ঘটেছে। বিভান বার বার সুদীপকে হ্যান্ডসাম বলে দাবি করছিলেন। আর সেটা একেবারেই মানতে চাইছিলেন না সুদীপ। তিনি নিজের থেকে বিভানকে বেশি হ্যান্ডসাম বলে দাবি করছিলেন। আর সেই গোটা বিষয়টাই ক্যামেরা বন্দী করছিল বিভান।

বিভানকে ভিডিওতে বলতে শোনা যায়,’এরকম একটা হ্যান্ডসাম লোক থাকলে কেউ আর আমাদের দিকে তাকাবে না। আমি ঠিক করেছি, জীবনে আমি আর সুদীপদার সঙ্গে কাজ করবো না।’

শুটিংয়ের ফাঁকে বিভান-সুদীপের খুনসুটি দারুণ উপভোগ করলেন নেটিজেনরা।