প্রবাদে আছে, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেরকম এক দৃশ্যে ভাইরাল হল। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিভার জেরে ভাইরাল হন বহু মানুষ। কেউ নৃত্য পরিবেশন করে আবার কেউ গান গেয়ে। গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছিলেন রানাঘাটের রানু মন্ডল ও ‘কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। তারা দুজনই রাতারাতি সেলিব্রেটি।
এবার দুর্দান্ত সুরে গান গেয়ে একাধিক মানুষের মন জয় করে নিলেন এক গৃহবধূ। ‘bongohunt’ সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী এই গৃহবধূর নাম কেয়া চ্যাটার্জী। যিনি শ্রীরামপুরের নিবাসী। এক সময় নাকি তিনি বড় বড় মঞ্চে গান গাইতেন। কিন্তু সংসার সামলাতে গিয়ে গান গাওয়া থেকে দূরে সরে যান। তার গানের গুরু ছিল শ্রদ্ধেয়া হৈমন্তী শুক্লা এবং শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাকা শ্রদ্ধেয় সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়।
ভাইরাল হওয়া এই ভিডিওতে এই গৃহবধূকে ‘মধুর আমার মায়ের হাসি’ গানটি গাইতে শোনা গেল। নিজের মায়ের জন্মদিনে মা কে উৎসর্গ করে এই গানটি গেয়েছিলেন কেয়া দেবী। তার মধুর কণ্ঠ মুগ্ধ করেছে নেটিজেনদের। তার গান শুনে প্রশংসা জানিয়েছেন সকলে।
Source: bongohunt . com