‘কে আপন কে পর’ থেকে ‘নিম ফুলের মধু’তে ফিরতে টানা ২ বছর গ্যাপ, অভিনয় জগত থেকে বিরতি নেওয়ার আসল কারণ জানালেন পর্ণা ওরফে পল্লবী শর্মা

অভিনেত্রী পল্লবী শর্মা

শেষ হয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাস। সৃজন-পর্ণা জুটি পর্দায় পা দিতে না দিতেই হিট।

প্রথম সিরিয়াল ‘কে আপন কে পর’ ধারাবাহিকের তুমুল খ্যাতি পাওয়ার পর ‘নিম ফুলের মধু’তে ফিরে এসেও সাফল্যের দৌড়ে ছক্কা হাঁকায়। তবে জানেন কি ‘কে আপন কে পর’ ধারাবাহিকের জনপ্রিয়তা পাওয়ার পরও টানা ২ বছর অভিনয় জগত থেকে দূরে সরে গিয়েছিলেন পল্লবী।

‘নিম ফুলের মধু’ শুরু হওয়ার আগে  ‘Siti Cinema’র এক সাক্ষাৎকারে পর্দা থেকে বিদায় নেওয়ার কারণ জানিয়েছিলেন পল্লবী। সেই সময় ঠিক কি বলেছেন অভিনেত্রী।

তখনও তিনি দর্শকের ঘরে পর্ণা হয়েও ওঠেননি। ধারাবাহিক শুরু হওয়ার আগেই মুখোমুখি হয়েছিলেন ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে। পল্লবীকে জিজ্ঞেস করা হয়েছিল কেন এত বছর তিনি অভিনয় জগত থেকে দূরে সরে ছিলেন।

কারণ হিসাবে পল্লবী জানিয়েছিলেন, প্রথমট, কে আপন কে পর সিরিয়ালে জবা ছিল প্রধান চরিত্র। জবাকে ছাড়া একটাও সিন হত না। সেক্ষেত্রে পল্লবীর ওপর চাপ বেশি ছিল। টানা ৪ বছরে প্রচুর খাটুনি হয় যার জন্য নিজেকে সময় দিতে, বিশ্রাম নেওয়ার জন্য এবং ঘুরে বেরানোর জন্যই তিনি অভিনয় জগত থেকে আড়ালে চলে যান।  আর দ্বিতীয় কারণ জবা চরিত্রটি মানুষের মধ্যে এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে অভিনেত্রীর মনে হয়েছিল  জবাকে ভোলার জন্য তার সময় নেওয়া প্রয়োজন এবং যখন অন্য চরিত্র নিয়ে পর্দায় ফিরবেন তখন যেন মানুষ একইভাবে তাকে গ্রহণ করেন।’

প্রসঙ্গত, অভিনেত্রীর সেই পরিকল্পনা সফল হয়েছে। জবা’র মতোই দর্শক পর্ণাকে আপন করে নিয়েছে।