‘আবার একটি পরিবারের ইতি ঘটলো’! রাতারাতি বন্ধ হল ‘আলোর কোলে’, আবেগপ্রবণ আয়েশা

আলোর কোলে

যার শুরু আছে তার শেষ হবেই। তবে রাতারাতি কোনও মেগা বন্ধ হয়ে গেলে তা সত্যিই আফসোসের বিষয় আর তা বিশেষ করে ধারাবাহিকের কলাকুশলীদের কাছে। এবার রাতারাতি বন্ধ করে দেওয়া হল জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘আলোর কোলে’।

মাত্র ৬ মাস আগেই টিভির পর্দায় এসেছিল এই ধারাবাহিক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় এই ধারাবাহিকের মাস্টারস্টোক ছোটপর্দা দুই জনপ্রিয় অভিনেত্রী সোমু সরকার এবং স্বীকৃতি মজুমদার। এই দুই নায়িকা দর্শকের ভীষণ প্রিয়। তাই একই ধারাবাহিকে দুই অভিনেত্রী থাকায় নির্মাতারা আশা রেখেছিলেন ধারাবাহিক ভালো সাড়া ফেলবে পর্দায়।

তবে শুরুর থেকে টিআরপি তুলতে ব্যর্থ এই ধারাবাহিক। অবশেষে ইতি টানল চ্যানেল। ইতিমধ্যে শেষ হয়েছে ধারাবাহিকের শুটিং। সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন ধারাবাহিকের এক অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। যিনি ধারাবাহিকে নন্দিনীর চরিত্রে অভিনয় করেছিলেন। ধারাবাহিকের শেষ হওয়ায় মন খারাপ অভিনেত্রীর।

শেষদিনে সেট থেকে কিছু ছবি শেয়ার করে আয়েশা লেখেন, “নন্দিনীর journey শেষ হলো। বিদায় পালা….. আবার একটি পরিবারের ইতি ঘটলো! রোজ সকালে উঠে রেডি হয়ে dassani 2 স্টুডিওয়ে আশা, মেকাপ রুমের আড্ডা, মান অভিমান, মজা ঠাট্টা সবের ইতি ঘটলো আজ। প্রত্যেকদিন নন্দিনীর গয়না নিয়ে টানাটানি! যে কে আমার এই গয়না পড়বে!! আর সেই গয়না কেও পড়বেনা। কাল থেকে আলোর কোলে থেকে call time আর আসবেনা। The end of আলোর কোলে… Will miss you all.. আবার কোথাও অন্য ইউনিটে, অন্য প্রজেক্টে দেখা হবে …..”।