বছর শুরুতেই জি-বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক। নতুন গল্পের সাথে থাকছে নতুন চমকও। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের তরফে আসতে চলেছে আরও এক পারিবারিক কাহানী। আর তাতেই নায়কের চরিত্রে দেখা যাবে রাহুল মজুমদারকে। কিন্তু নায়িকা কে?
নতুন মেগার প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার স্নিগ্ধা বসু আনন্দবাজার ডট কম কে জানিয়েছেন, এই মেগার জন্য আনা হচ্ছে একেবারে নতুন মুখকে। এর আগেও জি-বাংলা চিরদিনই তুমি যে আমারের জন্য বেছেছিল একেবারে নতুন মুখ শিরিন পালকে। জিতু কমলের বিপরীতে অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসনীয়। শিরিনের পর এবার জি-বাংলা বেছে নিল আরও এক নতুন নায়িকা। কে তিনি?
জানা যাচ্ছে, নতুন নায়িকা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করেছেন। বিরাটির মেয়ে সম্পূর্ণা রক্ষিত এবার রাহুল মজুমদারের নতুন নায়িকা।
মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি রাজনৈতিক পটভূমিকাও দেখানো হবে ধারাবাহিকে। এক রাজনৈতিক নেতার মেয়ে সম্পূর্ণা। তার বাবার সহকারী রাহুল। সেই সূত্রেই বন্ধুত্ব রাহুল-সম্পূর্ণার। বন্ধুত্ব ক্রমশ পরিণতি পাবে প্রেমে। এবার পর্দায় রাহুল-সম্পূর্ণার জুটি কি চমক নিয়ে আসে সেটাই দেখার পালা।


