পুজোর আগেই জি-বাংলার ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত। শুটিং শেষ হয়েছে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের। সুত্রের খবর এরপর চ্যানেলের নিশানায় ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক। এই দুই ধারাবাহিক পুজোর আগেই ইতি টানতে চলেছে।
বর্তমানে অল্প সময়ের মধ্যেই ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। টিআরপির তালিকায় পিছিয়ে পড়লেই গল্পে ফুল স্টপ। আবার নতুন ধারাবাহিক আনার চক্করে তাদের জায়গা দিতে হতকারি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন চ্যানেল। শোনা যাচ্ছে এই মাসেই নাকি বন্ধ হয়ে যাবে কোন গোপনে মন ভেসেছে। খুব সম্ভবত ২৬ শে আগস্ট হতে পারে শেষ শুটিং।
এদিকে নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’ শুরু হতে চলেছে। তার মধ্যেই অভিনেত্রী শ্রুতি আর আরাত্রিকার দুই বোনের গল্প আসতে চলেছে জি-বাংলায়। শুধু তাই নয়, সুত্রের খবর আরও বেশ কিছু নতুন মেগা আনতে চলেছে জি-বাংলা। অর্থাৎ নতুন ধারাবাহিকের জন্য জি-বাংলা বেশ কিছু চলমান ধারাবাহিকগুলি বন্ধ করে দেবেন। কোন কোন ধারাবাহিকে কোপ পড়ে সেটাই দেখার।