বাংলা বিনোদন জগতে বড় ক্ষতি, প্রয়াত জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা, শোকের ছায়া গোটা টলি পাড়ায়

অভিনেতা কল্যান চট্টোপাধ্যায়

বাংলা বিনোদন জগত হারাল আর এক নক্ষত্রকে। প্রয়াত হলেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা কল্যান চট্টোপাধ্যায়। মৃত্যুকালীন বয়স হয়েছিল  ৮১ বছর । দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন । ম্যালেরিয়া, টাইফয়েড-সহ একাধিক ব্যাধিতে ভুগছিলেন। শয্যাশায়ী হওয়ার পর অভিনয় জগত থেকে দূরে ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তম কুমারের সহ-অভিনেতা।

‘এক আকাশের নিচে’ ধারাবাহিকে ‘কানাইদা’ মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা টলি পাড়া। ‘প্রতিদ্বন্দ্বী’, ‘আপনজন’, ‘জনঅরণ্য’, ‘ধন্যি মেয়ে’, ‘সাগিনা মাহাতো’- র মতো একাধিক কালজয়ী ছবিতে কাজ করেছেন।

অভিনেতা কল্যান চট্টোপাধ্যায়

শুধু বাংলা নয়, তার অভিনয় দেখেছিলেন বলিউডের দর্শকও। সুজয় ঘোষের ‘কাহানি’ ছবির একটি ছোট্ট চরিত্রে কাজ করেছেন তিনি। বলাই যায়, অভিনেতার মৃত্যু বাংলা বিনোদন জগতের বড় ক্ষতি।