ভারতের গর্ব! দুই দেশের উত্তেজনার মাঝেই টেবল টেনিসে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল বাংলার মেয়ে

প্রতীতি পাল

পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনার আবহ। আর এসবের মাঝেই পাকিস্তানকে হারাল বাংলার মেয়ে প্রতীতি পাল।

টেবিল টেনিস বোর্ডে পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে ভারতের মুখ উজ্জ্বল করল ভারতের কন্যা। টেবিল টেনিসে পাকিস্তানকে হারিয়ে চার-চারটে সোনা জয় করে নিয়ে এল শিলিগুড়ির মেয়ে প্রতীতি। ২৪-২৭ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে আয়োজিত হয়েছিল দেশীয় সাউথ এশিয়ান ইউথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর

ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ বিভাগে অংশ নিয়েছিল প্রতীতি। সেই প্রতিযোগিতায় জয়ী হয়ে দলগত,ডাবলস,মিক্সড ডাবলস এবং সিঙ্গলসে সোনার পদক জয় করেছে। সোনা জিতে শিলিগুড়িতে ফিরেছে শিলিগুড়ি অ্যাকাডেমির শিক্ষার্থী প্রতীতি পাল।

সুত্রঃ https://www.aajkaal . in/story/45815/amid-tension-in-border-india-beats-pakistan-in-table-tennis