রেকর্ড গড়ল মানসী! প্রথমবার ‘ইন্ডিয়ান আইডল’ জিতলেন বাংলার মেয়ে, গর্বিত বাঙালি

ইন্ডিয়ান আইডল

অবশেষে শেষ হল হিন্দি ‘ইন্ডিয়ান আইডল’ সিজেন  ১৫। এই সিজেন নিয়ে প্রথম থেকে কৌতূহল ছিল দর্শকের। কারণ চলতি সিজনে ফাইনালে ছিল অধিকাংশ বাঙালি। প্রত্যেক বছর ফাইনাল পর্যন্ত গেলেও বাঙালিদের খালি হাতেই ফিরতে হয়।

তাই সিজেন ১৫ এ মানসী ঘোষকে সকলে বিজয়ী ভাবলেও সংশয়। কারণ মানসী বাংলার মেয়ে। প্রতিবার বাঙালিদের সাথে অন্যায় ঘটে। তাই সকলে ভেবেছিল হয়তো এইবারও তেমনটাই ঘটবে জাতীয় স্তরে।

তবে এবার সকলকে চমকে চলতি সিজেনে ট্রফি এলো বাংলার ঘরেই। দর্শকের অনুমান সঠিক। শুভজিত কে হারিয়ে ‘ইন্ডিয়ান আইডল’ এর ট্রফি জিতল মানসী। বলাই বাহুল্য, এই প্রথমবার বাংলায় ট্রফি এনে রেকর্ড গড়ল।