দর্শকের মন কেড়েছে অরিন্দম-নোলকের অভিনয়। ‘বউ কথা কও’, ‘মা’ ধারাবাহিকের পর বহুদিন বাদে এরকম ধাঁচের গল্পের স্বাদ উপভোগ করছেন দর্শক। কিন্তু দর্শকের এতো প্রশংসা পাওয়া সত্ত্বেও টিআরপির প্রথম দশে স্থান পেল না স্টার জলসার ‘গোধূলি আলাপ’। কেন? প্রশ্ন তুলছে বাঙালি দর্শক।
‘উড়ন তুবড়ি’র মতো গল্প যেখানে প্রথমদিন থেকেই ব্যর্থ, তার টিআরপি রেটিং ‘গোধূলি আলাপ’-এর চেয়ে বেশি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে কৌশিক সেনের মতো তাবড় অভিনেতা, অন্যদিকে নবাগত সোমু সরকারের সাবলীল অভিনয় গল্পে অন্য মাত্রা এনেছে। পরকীয়া, কুটকাচালি বাদ দিয়ে বুহুদিন পর অন্য ধাঁচের গল্পে মুগ্ধ আমজনতা।
টিআরপি’র দশেও নেই ‘গোধূলি আলাপ। মেনে নিতে পারছেন না একাংশ দর্শক। যদিও দর্শকের দাবি, ঠিক সময় এই ধারাবাহিকটি থাকলে ভালো টিআরপি আসত। আবার একাংশ নেটিজেনের মতে, “এতো সুন্দর একটা সিরিয়াল স্লট পেলো না, মানুষের রুচি কতোটা নিচু বোঝাই যায়”। কিছু অনুরাগীরা আবার ভয় পাচ্ছেন, “টিআরপি না থাকার কারণে প্রথমা কাদম্বিনী’র মতো এই ধারাবাহিক শেষ হয়ে যাবে না তো?”। দর্শকের অনুরোধে কি টাইম স্লট চেঞ্জ করবেন নির্মাতারা? যদিও এসব নিয়ে কোনও মুখ খোলেননি চ্যানেল কর্তৃপক্ষ।