১৪ বছরের স্বপ্নপূরণ! সায়ক চক্রবর্তীর স্বপ্নপূরণ করলেন লীনা গাঙ্গুলি

লীনা গাঙ্গুলি

প্রায় ১৪ বছরের স্বপ্নপূরণ হতে চলেছে অভিনেতা সায়ক চক্রবর্তীর। দীর্ঘ ক্যারিয়ার জীবনে অন্তত একবার লীনা গাঙ্গুলির সাথে কাজ করার স্বপ্ন ছিল সায়কের। আর তা পূরণ হতে চলেছে ভেবেই খুশি অভিনেতা।

লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিক ‘চিরসখা’তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে তার। লীনা গাঙ্গুলির সঙ্গে কাজের প্রসঙ্গে সায়ক ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে বলেন, অনেক কলই পেয়েছিলাম। কিন্তু, প্রতিদিনের শ্যুটিং সিডিউলের সঙ্গে আমার সময় ঠিক মতো ম্যাচ করছিল না। চরিত্রগুলোও খুব একটা মনপসন্দ ছিল না। সেই জন্য ভ্লগটাই করছিলাম। কিন্তু, কাজের যে তৃপ্তি সেটা তো আর ভ্লগ থেকে পাচ্ছিলাম না। লীনা দির সিরিয়ালে সুযোগ পেয়ে এক বছর আবার চেনা ছন্দে ফিরতে পারলাম। ২০১০ থেকে যখন আমি কাজ শুরু করি তখন থেকেই দিদিকে মেসেজ করতাম। এত ভাল গল্প, এত সুন্দর সংলাপ…শুধু ভাবতাম যদি কোনওদিন একটু সুযোগ পেতাম। ফাইনালি এত বছর পর সুযোগটা এল।’ চিরসখা-তে কাজের সুযোগ কী ভাবে পান সায়ক? অভিনেতার সংযোজন, ‘আমি লীনা দি-কে মেসেজ করেছিলাম। আমাকে অডিশন দিতে বলেছিলেন। তিন রাউন্ড অডিশন দিয়ে আমি সিলেক্ট হয়েছি।’

সায়কের মতে, লীনা গাঙ্গুলির সাথে কাজ করা তার কাছে স্বপ্নপূরণের মতো। এই সময় অনলাইনকে অভিনেতা জানান, ‘এত সিনিয়র সব অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন এই প্রজেক্টে। আমি তো অপরাজিতাদিকে এখনও সেই ছোটবেলায় দেখা চরিত্র ‘হিয়া’ বলেই চিনি। মনেই হচ্ছে না এই হাউজ়ে নতুন কাজ করছি। এত ভালোভাবে সকলে মিশছেন। পরিচালক দিগন্ত সিনহার তো কোনও তুলনাই নেই। খুব সাপোর্টিভ।’