ফের বিচ্ছেদ! ৮ বছরের দাম্পত্যে ইতি, এবার ডিভোর্সের পথে মোনালি ঠাকুর, টিকল না বিয়ে

মোনালি ঠাকুর

২০১৭ সালে চুপিসারে বিদেশি প্রেমিকের গলায় মালা দিয়েছিলেন বাংলার জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। তবে নিজের বিয়ে গোপনেই রেখেছিল তিনি। ২০২০ সালে নিজের বিয়ের সুখবর ভাগ করে নিয়েছিলেন সংবাদমাধ্যমের কাছে।

সুইজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক রিজতের সঙ্গে দীর্ঘ ৮ বছর সুখেই সংসার করছিলেন মোনালি। তবে আচমকাই দাম্পত্য ফাটল। টিকলো গায়িকার বিয়ে। ডিভোর্স হচ্ছে মোনালির ঠাকুরের।

মোনালি ইনস্টাগ্রামে তাঁর স্বামীকে আনফলো করেছেন অনেকদিন আগেই। এমনকি মোনালিকেও আনফলো করেছেন। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত গায়িকা মুখ খোলেননি। ঘনিষ্ঠ মহল থেকে তাদের বিয়ে ভাঙার খবর জানা যাচ্ছে।