লেখিকা লীনা গাঙ্গুলির লেখা শ্রীময়ী সিরিয়াল ঘিরে শুরু থেকেই দর্শকমহলে উত্তেজনা ছিল তুঙ্গে। সমাজের সমস্ত বেড়াজাল টপকে শ্রীময়ীর জীবন সংগ্রামের নানা বিষয় উঠে এসেছে এই ধারাবাহিকে।
শ্রীময়ী ধারাবাহিকে রোহিত সেন এবং শ্রীময়ীর রসায়ন দর্শকের মন জয় করে নিয়েছিল। দর্শকের কাছে শুরু থেকেই প্রচুর ভালোবাসা পেয়েছেন রোহিত সেন (টোটা রায়চৌধুরী) চরিত্রটি। তবে এবার ধারাবাহিকের অন্তিম পর্যায় এবং শেষ পর্যায়ে দেখানো হয় রোহিত সেনের মৃত্যু।
বলাই বাহুল্য রোহিত সেনের মৃত্যু মেনে নিতে পারছেন না শ্রীময়ী ভক্তরা। এমনকি লেখিকা লীনা গাঙ্গুলির উপরও দোষারোপ করেছেন তারা। চ্যানেলের অফিসিয়াল পেজে তীব্র প্রতিবাদ জানায় দর্শক। পর্দায় রোহিত সেনের মৃত্যুতে ভেঙ্গে পড়েছে আট থেকে আশি। দর্শকের এমন প্রতিক্রিয়া দেখে এক সাক্ষাৎকারে অভিনেতা টোটা রায়চৌধুরী তার মনের কথা প্রকাশ করেছেন।
অভিনেতা টোটা রায়চৌধুরী জানান, “দর্শকের এত ভালোবাসায় আমি আপ্লুত। রোহিত সেনের মৃত্যু দেখে কেঁদে ভাসিয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধা। বৃদ্ধার অবস্থা দেখে আমি রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলাম। কোনোভাবে অসুস্থ হয়ে পড়বেন না তো তিনি। দর্শকদের ভালোবাসা না থাকলে এই ঘটনা সম্ভব নয়”।
তিনি আরও জানান, “আমার শাশুড়ি মা নিয়মিত ‘শ্রীময়ী’ দেখতেন। তিনি নাকি আঁচ পেয়েই চ্যানেল ঘুরিয়ে দিয়েছিলেন। শাশুড়ি হয়ে জামাইয়ের মৃত্যুদৃশ্য কী করে দেখবেন!”
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দর্শকদের উদ্দেশ্যে অভিনেতা টোটা রায়চৌধুরী, “গত আটচল্লিশ ঘণ্টা আমাকে স্তব্ধ করে দিয়েছে। রোহিত সেনের মৃত্যু যে আপনাদের এভাবে প্রভাবিত ও শোকাহত করবে সেটা আমরা কেউই অনুমান করতে পারিনি। আমি তো নয়ই। আপনাদের নিখাদ ভালোবাসার জন্য আজীবন কৃতজ্ঞ রইবো। আপনারা ভালো থাকবেন। আবার হয়তো জীবনের কোনো মোড়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তখনও যেন একইরকমভাবে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা প্রাপ্তি হয়”।
সূত্রঃ bongtrend . com/tota-roy-chowdhury-overwhelmed-taking-love-as-rohit-sen/