খলনায়িকা হলেও অভিনয়ে নায়িকাদের টেক্কা দিতে পারে বাংলা সিরিয়ালের ৬ জনপ্রিয় ভিলেন

বাংলা সিরিয়ালে নায়িকার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেভায় খলনায়িকাগুলি। তাদের ছাড়া কিন্তু বাংলার সিরিয়ালে মশলা যোগ করা অসম্ভব। পর্দায় যাদের দেখলে দর্শক জ্বলে ওঠে, তারাই কিন্তু যেকোনো গল্পের একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলা সিরিয়ালে কিছু খলনায়িকারা রয়েছেন যাদের স্বভাব পর্দায় দুষ্ট হলেও তাদের অভিনয় ছাপিয়ে যাবে নায়িকাদেরও। এখানে রইল ৫ জনপ্রিয় সুন্দরী খলনায়িকাদের তালিকা রইল-

অহনা দত্ত

১। অহনা দত্ত (Ahona dutta) 
সুন্দরী খলনায়িকার তালিকায় প্রথমেই মাথায় আসে যার নাম তিনি হলেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মিশকা সুন্দরী। যেমন সুন্দর দেখতে, তেমন সুন্দর তার অভিনয়। পর্দায় তার অভিনয় দেখে দর্শক গালাগালি দিলেও একজন খলনায়িকা হিসাবে সার্থক অহনা। মিশকার অভিনয় গুণ হার মানিয়ে দেবে নায়িকাদেরও। বলাই বাহুল্য, বর্তমানে বাংলা সিরিয়ালের এক নম্বর ভিলেন তিনি।
তন্বী লাহা রায়
২। তন্বী লাহা রায় (Tonni Laha Roy)

‘মিঠাই’ ধারাবাহিকের প্রথমদিকে ভিলেন ছিলেন তোর্সা। ধারাবাহিকের প্রথমদিকে তোর্সা ওরফে অভিনেত্রী তন্বী লাহা রায়ের ভিলেনগিরি বেশ রাগিয়ে দিত দর্শকদের। যদিও বর্তমানে ধারাবাহিকে তাঁকে পজেটিভ চরিত্রে দেখা যাচ্ছে। তবে তাঁর কিন্তু বেশ জনপ্রিয়তা রয়েছে সোশ্যাল মিডিয়ায়। পজেটিভ অথবা নেগেটিভ যেকোনো চরিত্রে অসাধারণ অভিনয় করেন তন্বী।

রোশনি ভট্টাচার্য

৩। রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharyya) :

‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের রোহিণীকে দেখলেই যেন তেলে বেগুনে জ্বলে উঠতেন ভক্তরা। তবে পর্দায় তাঁর দুষ্ট বুদ্ধির প্রশংসা না করলেও তাঁর অভিনয় বাহবা দিতেই হবে দর্শককে। নায়িকার থেকে অভিনয় গুণে কোনও অংশে কম যায়না অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।

মধুরিমা বসাক

৪। মধুরিমা বসাক (Madurima Basak) 

‘গুড্ডি’ ধারাবাহিকে শিরিন চরিত্রে হাত ধরে দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী মধুরিমা বসাক। ওয়েব সিরিজে একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। মোহর, চিনি ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। নিজের অভিনয় দিয়ে রাগিয়ে দেওয়া ক্ষমতা রয়েছে তার। বলাই বাহুল্য, ভিলেন চরিত্রে সাফল্য পেয়েছেন মধুরিমা। তার অভিনয় দক্ষতা নায়িকাদের থেকে নেহাত কিছু কম নয়।

শিঞ্জিনী চক্রবর্তী

৫। শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee chakraborty)

এই মুহূর্তে অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীকে ‘পঞ্চমী’ ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু একসময় তিনি উমা ধারাবাহিকের নায়িকা ছিলেন। সময়ের সাথে সাথে নিজের অভিনয় প্রতিভা আরও বাড়িয়ে তুলেছেন অভিনেত্রী। উমা ধারাবাহিক থেকে পঞ্চমী ধারাবাহিকে তার অভিনয় নায়িকা থেকে ছাপিয়ে গিয়েছে।

শ্বেতা মিশ্র

৬। শ্বেতা মিশ্র (Sweta Mishra) : 

বাংলা ধারাবাহিকে জনপ্রিয় খলনায়িকা হলেও খুবই মিষ্টি মেয়ে হলেন ‘ধুলোকণা’র চড়ুই ওরফে অভিনেত্রী শ্বেতা মিশ্র। ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে ময়ূর নেগেটিভ চরিত্রেও তার অভিনয় ছাপিয়ে গেছে। ‘ধুলোকণা’, ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে নিজের অভিনয় দিয়েই দর্শকের মন জয় করেছেন।

 

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here