৫. হারপিকঃ
গ্যাস বার্নার পরিষ্কার করতে লাস্ট টিপস হল হারপিক। আপনি যদি তেঁতুল, লেবু দিয়ে পরিষ্কার করতে না চান তাহলে চটজলদি খুব সহজেই হারপিক দিয়ে পরিষ্কার করে নিতে পারেন গ্যাস বার্নার। গ্যাস বার্নার দুটির উপর হারপিক ফেলে দিন এবং একটি ব্রাশের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। একটু ঘষলেই দেখবেন চকচক করবে গ্যাস বার্নার দুটি।
গ্যাস বার্নার পরিষ্কার করতে তো অনেক কিছু করে থাকেন আজকের এই ৫ টি টিপসের মধ্যে যেকোনো একটি টিপস ট্রাই করেই দেখুন, খুব সহজেই রেজাল্ট পাবেন।