৫মাসের গর্ভবতী হওয়া সত্ত্বেও কড়া রোদে লাঠি হাতে নিজের ডিউটি পালন করছেন মহিলা পুলিশ অফিসার

মহিলা পুলিশ  শিল্পা সাহু

করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো আছড়ে পড়েছে গোটা ভারতবর্ষে। কিন্তু কিছু কিছু মানুষ আজও অসচেতন। কিন্তু তাদের সুরক্ষিত করার জন্য রাস্তায় নেমেছে পুলিশ এবং দেশের সকল রক্ষাকর্তারা। তবে আজকাল শিরোনামে উঠে আসছে ছত্তিসগড়ের মহিলা পুলিশ অফিসার ডিএসপি শিল্পা সাহুের এক মানবিক নিদর্শন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই মহিলা পুলিশের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা পুলিশ যিনি ছত্তিসগড়ের ডেপুটি পুলিশ সুপার। এই কড়া রোদে মানুষকে সচেতন করার জন্য রাস্তায় নেমে ডিউটি পালন করছে। আশ্চর্যের বিষয় এই মহিলা পুলিশ  শিল্পা সাহু ৫ মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় মানুষকে সুরক্ষিত করতে নিজের ডিউটি পালন করে যাচ্ছেন।

৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও এই কোভিড পরিস্থিতিতে নিজের জীবনের আগে বেছে নিয়েছেন নিজের পেশাকে। প্রখর রোদে লাঠি হাতে বিভিন্ন মানুষকে দাঁড় করিয়ে চেকিং করছেন এবং মাস্ক না পড়লে সর্তক করছেন।

নিজের প্রেগনেন্সি অবস্থাতেও দেশের কাজ পালন করে নজির গড়েছেন শিল্পা সাহু। তিনি জানান, “দন্তেওয়াড়ায় চলছে লকডাউন। আমি এবং আমার দল রাস্তায় নেমেছি মানুষকে সচেতন করার জন্য ঘরে থাকুন, সুরক্ষিত থাকুন। মানুষকে সুরক্ষিত রাখার জন্যই আমরা রাস্তায় বেরিয়েছি”। তার এই কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রশংসিত হয়েছেন তিনি।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here