বুধবার থেকে হাল্কা জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথায় ভুগছেন গায়িকা ইমন চক্রবর্তী এবং স্বামী নীলাঞ্জন ঘোষ। সন্দেহের কারণেই কোভিড পরীক্ষা করান। কিন্তু ৪০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও রিপোর্ট পাননি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন।
আনন্দবাজার অনলাইনকে ইমন জানিয়েছেন, ‘‘সকাল সাড়ে সাতটায় গবেষণাগারের একটি ছেলে আসেন। তিনি আমাদের বলেন ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। আনন্দবাজার অনলাইনকে ইমন জানিয়েছেন, ‘‘সকাল সাড়ে সাতটায় গবেষণাগারের একটি ছেলে আসেন। তিনি আমাদের বলেন ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। এখনও রিপোর্ট হাতে পায়নি”।
গায়িকা জানান, এর পরেই তাঁরা সংস্থার ওয়েবসাইট দেখতে গিয়ে দেখেন, সেটিও অকেজো! আপাতত বিনা চিকিৎসাতেই রয়েছেন। ইমনের ক্ষোভ, ‘‘চিকিৎসা তো হলই না। কোভিড কিনা সেটাও বুঝতে পারছি না। ফলে, নিভৃতবাসের পদক্ষেপও নিতে পারছি না। এ দিকে জ্বর কমে আমরা প্রায় সুস্থ!’’
এইরকম ব্যবস্থা দেখে অবাক গায়িকা। ইমন চক্রবর্তী প্রশ্ন ছুড়ে দেন, ‘‘আমার মতো আরও বহু জন সঠিক রিপোর্টের আশায় প্রথম সারির গবেষণাগারে কোভিড পরীক্ষা করাচ্ছেন। সময় মতো যদি ফলাফল জানতে না পারেন তা হলে চিকিৎসার কী হবে? বিনা চিকিৎসায় সংক্রমণ বাড়বে বই কমবে না!’’ ফেসবুকে এসেও পোস্ট করে সেই ক্ষোভ প্রকাশ করেন গায়িকা।
সূত্রঃ anandabazar . com/entertainment/iman-chakraborty-does-not-get-covid-test-result-icmr-website-has-been-crashed-due-to-overload-dgtl/cid/1322461