40টি সুফিবাদ নিয়ে উক্তি । Sufi Quotes

সুফিবাদ নিয়ে উক্তি

স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও নিজস্ব জ্ঞানের মাধ্যামে জানার প্রচেষ্টাকেই সুফিবাদ বলা হয়। আত্মাকে পবিত্র রেখে সর্বদা ঈশ্বরের আরাধনায় নিমজ্জিত থাকা এবং সম্পূর্ন রূপে ঈশ্বরে নিমগ্ন হওয়ার নামই সুফিবাদ। কারণ সুফিবাদে আত্মার পরিশুদ্ধিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কেননা আত্মার পরিশুদ্ধির মাধ্যমেই মানুষ প্রকৃত সুখ এবং মুক্তি লাভ করতে পারে। তাই আজকের পোস্টে রইল সুফিবাদ নিয়ে উক্তি, যা আমাদের ঈশ্বরের সাধনায় নিমগ্ন হতে ও জীবনে এগিয়ে যেতে প্ররনা দেবে।

আরও পড়ুনঃ 70 টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি  

সুফিবাদ নিয়ে উক্তি:

এখানে কয়েকটি সুফিবাদ নিয়ে উক্তি রইল-

সুফিবাদ মানুষের আত্মার বিশুদ্ধতার শিক্ষা দেয়।

তোমার আত্মাই তোমার পথপ্রদর্শক।

আধ্যাত্মিক সাধনার দ্বারা নিজের অন্তর দৃষ্টিকে উন্নত করতে পারলেই হৃদয়ের আয়নায় ঈশ্বরের মহিমা প্রতিফলিত হবে।

আধ্যাত্মিক সাধনার দ্বারা নিজের অন্তর দৃষ্টিকে উন্নত করতে পারলেই হৃদয়ের আয়নায় ঈশ্বরের মহিমা প্রতিফলিত হবে।

সত্যবাদী ও বুদ্ধিমান ব্যক্তি ছাড়া অন্য কারোও সঙ্গ কামনা করো না।

ঈশ্বরে বিশ্বাস জীবনকে গতিময়তা দেয়, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে।

আরও পড়ুনঃ  60 টি হুমায়ুন আহমেদের উক্তি (অনুপ্রেরণামূলক উক্তি)

সৎ মানুষ বিপদে পড়লে আবার উঠে দাঁড়াতে হবে কিন্তু অসৎ মানুষ বিপদে পড়লে একবারে নিপাত যায়।

ঈশ্বর যখন তোমাকে স্বাধীনতা দিয়েছে তখন অন্যের গোলাম হয়ে নিজের স্বাধীনতা নষ্ট করো না।

উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হইতে ক্ষরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে।

উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হইতে ক্ষরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে।

বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না।

পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফল হওয়া যায় না। কিন্তু পাপের কথা স্বীকার করে কেউ যদি অনুতপ্ত হয় এবং তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক।

আরও পড়ুনঃ  ১০০ টি বেস্ট অনুপ্রেরণামূলক উক্তি ও স্ট্যাটাস

সুফিবাদ নিয়ে অমূল্য বাণী:

সুফিবাদ মূলকথা, নিজেকে চেনো বা জানো। কারণ নিজের মধ্যেই ঈশ্বর বিরাজ মান।

পরমাত্মার সাথে জীবাত্মার মিলনই সুফিবাদের মূল লক্ষ্য।

যে হৃদয় আল্লাহর জন্য স্পন্দিত হয়, সে হৃদয় দুনিয়ার জন্য স্পন্দিত হৃদয়ের মধ্যে সর্বদা অপরিচিত।

যে হৃদয় আল্লাহর জন্য স্পন্দিত হয়, সে হৃদয় দুনিয়ার জন্য স্পন্দিত হৃদয়ের মধ্যে সর্বদা অপরিচিত।

যখন প্রার্থনা অভ্যাসে পরিণত হয়, সফলতা একটি জীবনধারায় পরিণত হয়।

নিচু মনের মানুষের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।

আরও পড়ুনঃ  আধ্যাত্মিক উক্তি যা সকলকে অনুপ্রেরণা দেবে

অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে।

হীনব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের।

প্রার্থনাই ধর্মের স্তম্ভ।

সৎ কর্ম যত ছোটই হোক না কেন, তা কখনও বৃথা যায় না।

তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তার কাছেই প্রার্থনা করুন।

সুফিবাদ নিয়ে উক্তি

আরও পড়ুনঃ  50 টি জীবন নিয়ে উক্তি | অনুপ্রেরণামূলক উক্তি

সুফিবাদ নিয়ে শিক্ষণীয় উক্তি:

এই দুনিয়ায় সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের দোষ-ত্রুটি বিচার করা, আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের ভুল গুলোকে সংশোধন করা।

পাথরের মত অন্য কারোর পথরোধ করো না, বরং জলের মত নিজেই নিজের চলার পথ তৈরি করে নাও।

পাপ কর্মের পর অনুতাপবোধ করলে সেই পাপ কিছুটা হলেও খন্ডিত হয়। অন্যদিকেদ পুণ্য কর্ম করে তা নিয়ে অহংকার করলে সেই পুণ্যের কোন মূল্যই থাকে না।

পাপ কর্মের পর অনুতাপবোধ করলে সেই পাপ কিছুটা হলেও খন্ডিত হয়। অন্যদিকেদ পুণ্য কর্ম করে তা নিয়ে অহংকার করলে সেই পুণ্যের কোন মূল্যই থাকে না।

ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও।

আরও পড়ুনঃ  70 টি সেরা আত্মবিশ্বাস নিয়ে উক্তি  

কখনো আশা হারাবেন না, আল্লাহ’র কৃপায় আগামীকাল আজকের থেকে ভালো হবে।

পুণ্য অর্জনের তুলনায়, পাপ বর্জন অধিক শ্রেয়।

নিচু মানসিকতার পরিচয়ই হল তার অশ্লীল বাক্য।

তোমার হৃদয়কে মহাসাগরের ন্যায় মনে করো। এবং এর গুপ্ত গভীরতায় নিজেকে খুঁজে বের করো।

বন্ধুত্বের সম্পর্কে কাউকে উপযুক্ত হিসাবে না পেলে, কখনও অনুপযুক্ত কারোর সাথে বন্ধুত্ব করতে যেও না।

যারা নিজের ক্রোধ নিয়ন্ত্রনে সক্ষম, তারাই জীবনে সর্বাধিক সৎকর্ম করে যেতে পারে।

আরও পড়ুনঃ  80 টি জীবনে সাফল্যের উক্তি । মোটিভেশনাল বার্তা

সুফিবাদ নিয়ে কিছু কথা:

সুফি সাধকরা আত্মসংযমী হন। সকল বিপদে ধৈর্য ধারণের উপদেশ দেন।

একমাত্র স্থায়ী সৌন্দর্য হল হৃদয়ের সৌন্দর্য।

তোমার জীবনে যেই আসুক না কেন, তার জন্য কৃতজ্ঞ হও। কারণ অন্তরালে থেকে আল্লাহ, তোমার পথপ্রদর্শক হিসাবে কাউ কে না কাউকে পাঠিয়ে থাকেন।

 সুফিবাদ নিয়ে উক্তি

গোটা দুনিয়াটাই একটি শিক্ষালয়। যেখানে আমাদের একমাত্র শিক্ষক হবে স্বয়ং ঈশ্বর।

ব্যস্ত জীবন ঈশ্বরের প্রার্থনাকে কঠিন করে, কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে তোলে।

যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না।

আরও পড়ুনঃ 40 টি সেরা ঈমান নিয়ে উক্তি

মানুষকে ক্ষমা করে দেওয়ার প্রবনতা তোমাকে সন্মান দেবে, উল্টোদিকে প্রতিশোধ পরায়ণতা তোমার জন্য ঠিক ততটাই অসন্মানজনক হবে।

যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করে না।

আশা করি, সুফিবাদ নিয়ে উক্তি গুলি সকলের ভালো লাগবে। শুধু তাই নয়, সুফিবাদ নিয়ে উক্তি গুলি আত্মার বিশুদ্ধতার শিক্ষা দেয়, যা ঈশ্বরের সাধনায় নিমগ্ন হতে সাহায্য করবে।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন ও উত্তরঃ 

Q. সুফিবাদ কি?

A. এক কথায় সুফিবাদ বলতে আত্মার পরিশুদ্ধির সাধনাকে বোঝায়। আত্মার পরিশুদ্ধির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করাই হলো সুফিবাদের মর্মকথা।

Q. সুফিবাদের জনক কে? 

A. বায়েজিদ বোস্তামি।

Q. সুফিবাদের চারটি আদেশ কি কি?

A. বেশিরভাগ সুফি ওস্তাদ এই চারটি প্রধান আদেশে তাদের শিষ্যদের দীক্ষা দেন। তা হল- চিশতি, সোহরাওয়াদী, কাদরী এবং নকশবন্দী।

Q. সুফিবাদের মূল উদ্দেশ্য কি? 

A. সুফিবাদের মূল উদ্দেশ্য পরম সত্তার নিকট আত্নসমর্পন করা, অন্তরের পবিত্রতার সাথে ঈশ্বরের আরাধনা করা।